Pori Moni Love Rumour

অকারণে পরীর সঙ্গে জড়িয়ে আমাকে, আমার পরিবারকে হেয় করা হচ্ছে! ক্ষুব্ধ শেখ সাদী

গায়ক শেখ সাদীকে নিয়ে নানা জল্পনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। পরী মণির চর্চিত প্রেমিকের দাবি, সবটাই মিথ্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:৩০
এক ফ্রেমে শেখ সাদী, পরী মণি।

এক ফ্রেমে শেখ সাদী, পরী মণি। ছবি: ইনস্টাগ্রাম।

দুই দেশের জনপ্রিয় নায়িকা পরী মণি ও পার বাংলার গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই খবরে উত্তাল দু’পারের রুপোলি দুনিয়া। সেই গুঞ্জনে ইন্ধন জুগিয়েছেন নায়িকার গৃহকর্ম সহায়িকা পিংকি আক্তার। ও পার বাংলার একাধিক সংবাদমাধ্যমের কাছে ভিডিয়ো সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, পরী মণি আর শেখ সাদী একত্রবাস করেন। উভয়েই নাকি শারীরিক সম্পর্কে রয়েছেন। তাঁরা একই থালায় খান, এক ছাদের নীচে বসবাস করেন। এই বক্তব্য ভাইরাল হওয়ার পর সোমবার মুখ খুললেন গায়ক। অপপ্রচারের তীব্র বিরোধিতা করে তাঁর বক্তব্য, এক অজানা ব্যক্তিকে বিশ্বাস করে নিজের দেশের মেয়ের গায়ে কালি ছিটাচ্ছেন সকলে। অকারণে পরী মণির সঙ্গে জড়ানো হচ্ছে তাঁর নাম।

Advertisement

এ বছর ইদের আগে হাতে ইংরেজিতে ‘এস’ অক্ষর মেহেন্দি দিয়ে লিখেছিলেন। সঙ্গে সঙ্গে গুঞ্জন তীব্র হয়। সাদীর পোষা কুকুরের সঙ্গেও ছবি তোলেন তিনি। কখনও গায়কের বুকে মাথা রাখতে দেখা যায় নায়িকাকে। সব মিলিয়ে গুঞ্জন যখন চরমে তখনই বিস্ফোরক পিংকি। প্রসঙ্গত, পিংকি পরী মণির বাড়িতে গত এক মাস ধরে তাঁর মেয়ের দেখভাল করেছেন। তাঁর অভিযোগ, শিশুকন্যাকে সঠিক দেখাশোনা না করার অজুহাতে নাকি তাঁকে বেধড়ক মারধর করেন নায়িকা। প্রায়ই নাকি তিনি মদ্যপ অবস্থায় গৃহকর্ম সহায়িকার গায়ে হাত তুলতেন তিনি।

পরী মণির মতোই শেখ সাদীও পিংকির এই বক্তব্যকে ভুয়ো বলে দাবি করেছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “পরী আপনাদের ভালবাসার জন্যই আজ একজন সুপারস্টার। কিন্তু তার উপহারস্বরূপ, যে কোনও বিষয়ে তাঁর ব্যক্তিগত জীবনকে টেনে তাঁকে হেয় করার চেষ্টা করা!”

Advertisement
আরও পড়ুন