MS Dhoni

সিএসকের এক সতীর্থকে নিয়ে তিতিবিরক্ত ধোনি! কে তিনি?

প্রথম প্রযোজিত সিনেমার ভাষা হিসাবে তামিলকে বেছে নেওয়া থেকে চেন্নাইয়ের প্রতি ভালবাসা। অনেক কথার স্পষ্ট জবাব দিলেন ধোনি। সিএসকে নিয়েও কথা বলেছেন মন খুলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ২২:৩৫
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

সিনেমা প্রযোজনা করছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংস অধিনায়ক প্রযোজিত প্রথম সিনেমার ভাষাও তামিল। কেন নিজের মাতৃভাষা ছেড়ে তামিলকে বেছে নিলেন? ধোনি জানিয়েছেন তাঁর চেন্নাই প্রেমের কারণ। স্ত্রী সাক্ষী ধোনিকে নিয়ে নিজের প্রথম প্রযোজিত সিনেমার অডিয়ো এবং ট্রেলর মুক্তির অনুষ্ঠানে গিয়ে নানা কথা বলেছেন ধোনি।

চেন্নাই কেন এত পছন্দ? আইপিএলের জন্য? সিএসকে তাঁর প্রিয় দল মেনে নিয়ে ধোনি বলেছেন, ‘‘আমার টেস্ট অভিষেক হয়েছিল চেন্নাইয়ে। টেস্টে আমার সর্বোচ্চ রান চেন্নাইয়ে। আমার প্রথম প্রযোজিত সিনেমাও তামিল। আসলে চেন্নাইয়ের সঙ্গে আমার যোগ অনেক দিনের। চেন্নাই আমার কাছে বিশেষ। আমি অনেক আগেই দত্তক নিয়েছিলাম।’’

Advertisement

চেন্নাইয়ে ধোনির সঙ্গে কথা হবে আর সিএসকে প্রসঙ্গ উঠবে না, তা হয় না। দীর্ঘ দিন চেন্নাইয়ের হয়ে খেলছেন। তামিল ভাষায় সিনেমা করছেন। এই ভাষায় কোনও গালি জানেন? এই প্রশ্নের জবাব মজার ছলে দিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘‘আমি আমার স্ত্রীকে কোনও তামিল খারাপ শব্দ শেখাইনি। কারণ তামিলে কোনও খারাপ শব্দ আমি নিজেই জানি না। তবে অন্য কয়েকটা ভাষায় জানি।’’

সিএসকের কোন সতীর্থ সব থেকে জ্বালাতন করে আপনাকে? সময় না নিয়ে ধোনি বলেছেন দীপক চাহারের নাম। হাসতে হাসতে চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘‘দীপক চাহার। সহজে বলার মতো কোনও শব্দ আমার কাছে নেই। যখন খুশি আমার কাছে আসে আর আমার মাথা খেয়ে চলে যায়। আমার মেয়ে জ়িভা এখন যতটা পরিণত, ততটা হতে দীপকের ৫০ বছর বয়স হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা ভাল মদের মতো হবে। কিন্তু তখন আমার পান করার সুযোগ থাকবে না।’’

চাহারকে নিয়ে হাসতে হাসতে ধোনি আরও বলেছেন, ‘‘দীপক অনেকটা মাদকের মতো। কাছাকাছি না থাকলে ভাববেন ও কোথায় আছে। আবার আশপাশে থাকলে ভাববেন কেন ও এখানে আছে! তবে ধীরে ধীরে পরিণত হচ্ছে চাহার। এটা ভাল। সমস্যা একটাই। আমার জীবদ্দশায় হয়তো ওকে পরিণত অবস্থায় দেখতে পাব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement