ICC ODI World Cup 2023

মেসি-এমবাপেকে টেক্কা বিরাট-রোহিতের! ফুটবল বিশ্বকাপ ফাইনালকে ছাপিয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ

লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপেকে টেক্কা দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। চলতি বিশ্বকাপে ডিজিটাল মাধ্যমে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ যত দর্শক দেখেছেন তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৪:০১
Rohit Sharma and Virat Kohli

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র

ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ছাপিয়ে গেল ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপেকে টেক্কা দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। চলতি বিশ্বকাপে ডিজিটাল মাধ্যমে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ যত দর্শক দেখেছেন তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

Advertisement

ডিজিটাল মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপের সম্প্রচার হচ্ছে ডিজ়নি প্লাস হটস্টারে। রবিবার হটস্টারে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ দেখেছেন ৪ কোটি ৩০ লক্ষ দর্শক, যা এখনও পর্যন্ত সর্বাধিক সর্বাধিক। ২০২২ সালে ১৮ ডিসেম্বর ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। সেই প্রতিযোগিতার ডিজিটাল সম্প্রচার হয়েছিল জিয়ো সিনেমায়। মেসি-এমবাপেদের ফাইনাল দেখেছিলেন ৩ কোটি ২০ লক্ষ দর্শক। তাকে ছপিয়ে গিয়েছে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ।

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচও ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ছাপিয়ে গিয়েছিল। হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছিলেন ৩ কোটি ৫০ লক্ষ দর্শক। সেই সব রেকর্ড ছাপিয়ে গেল ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ।

কোহলিদের ম্যাচে দর্শকসংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ ম্যাচের গুরুত্ব। ভারত ও নিউ জ়িল্যান্ড দু’দলই নিজেদের প্রথম চারটি ম্যাচ জিতে এই ম্যাচে নেমেছিল। সেই লড়াইয়ে কে জেতে, সে দিকে অনেকের নজর ছিল। আবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে একটি সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন বিরাট। তাঁর ইনিংস দেখার জন্যও অসংখ্য দর্শক চোখ রেখেছিলেন হটস্টারের পর্দায়।

আরও পড়ুন
Advertisement