IPL 2025 Auction

১০ কোটি পাওয়ার পরের দিনই বাংলার হয়ে তিন উইকেট শামির, দলকে জেতালেন রিঙ্কুও

রবিবারই নিলামে ১০ কোটি টাকা দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নিলেন মহম্মদ শামি। উত্তরপ্রদেশের হয়ে ভাল খেললেন কেকেআরের রিঙ্কু সিংহও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২১:৫৫
cricket

মহম্মদ শামি। — ফাইল চিত্র।

রবিবারই নিলামে ১০ কোটি টাকা দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তার পরের দিন, অর্থাৎ সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নিলেন মহম্মদ শামি। তাঁর বোলিং জিততে সাহায্য করল বাংলাকে। তবে ব্যাটিং-বোলিং দুটোই ভাল করে ম্যাচের সেরা করণ লাল। এ দিকে, উত্তরপ্রদেশের হয়ে ভাল খেললেন কেকেআরের রিঙ্কু সিংহও।

Advertisement

গত বছরের এক দিনের বিশ্বকাপের পর প্রথম বার সাদা বলের ক্রিকেট খেলতে নেমে আগের ম্যাচে উইকেট পাননি শামি। এ দিন ৩.৩ ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। করণ এবং শাহবাজ়‌ আহমেদ দু’টি করে উইকেট নিয়েছেন। হায়দরাদের তিলক বর্মা ৪৪ বলে ৫৭ রান করেন। তবু ১৮.৩ ওভারেই ১৩৭ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ।

এত কম রান তাড়া করতে বাংলার কোনও অসুবিধাই হয়নি। ওপেনার অভিষেক পোড়েল (৩৯ বলে ৪১) এবং করণ (২৯ বলে ৪৬) শুরুতেই ৮৪ রান তুলে দেন। সেখান থেকে ছন্দ না হারিয়ে আট উইকেটে ম্যাচ জেতে বাংলা। সৈয়দ মুস্তাকে এটা তাদের টানা দ্বিতীয় জয়।

উত্তরপ্রদেশের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন রিঙ্কু। কেকেআর তাঁকে ১২ কোটি টাকায় ধরে রেখেছে। উত্তরপ্রদেশের বোলার পীযূষ চাওলা ১২ রানে ৪ উইকেট নেন। তবে তাঁকে নিলামে কেউ কেনেনি।

আরও পড়ুন
Advertisement