কোহলীর রেকর্ড ভাঙতে পারেন গাপ্টিল ফাইল চিত্র।
টি২০-তে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর রেকর্ড ভাঙার দোরগোড়ায় রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্টিল। শুক্রবার রাঁচিতে দ্বিতীয় টি২০ ম্যাচেই কোহলীকে টপকে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ রয়েছে গাপ্টিলের সামনে।
এই মুহূর্তে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ৩২২৭ রান রয়েছে কোহলীর। অন্য দিকে গাপ্টিলের মোট রান ৩২১৭। অর্থাৎ দ্বিতীয় টি২০ ম্যাচে ১১ রান করলেই সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। টি২০-তে ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান করেছেন গাপ্টিল। অন্য দিকে কোহলী কোনও শতরান না করলেও ২৯টি অর্ধশতরান রয়েছে তাঁর দখলে।
টি২০-তে রানের তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের বর্তমান টি২০ অধিনায়ক রোহিত শর্মা। তাঁর রান ৩০৮৬। কোহলী বর্তমান সিরিজে না থাকায় তাঁর কাছেও সুযোগ রয়েছে ব্যবধান কমানোর। তালিকায় চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ (২৬০৮) ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং (২৫৭০)।
জয়পুরে প্রথম টি২০ ম্যাচে ৭০ রান করেছিলেন গাপ্টিল। তার পরেও ম্যাচ হারতে হয় নিউজিল্যান্ডকে। ধোনির শহরে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে তারা। অন্য দিকে শুক্রবার জিতে সিরিজ নিজেদের দখলে নিতে চাইবেন রোহিতরা। এখন দেখার শেষ হাসি কে হাসে।