T20 Cricket

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস, প্রথম ক্রিকেটার হিসাবে ইনিংসে সাত উইকেট বোলারের

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন মালয়েশিয়ার জোরে বোলার সিয়াজরুল ইদ্রুস। প্রথম বোলার হিসাবে ইনিংসে সাত উইকেট নিলেন, যে কৃতিত্ব আগে কারও নেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১২:১৩
cricket

সিয়াজরুল ইদ্রুস। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার জোরে বোলার সিয়াজরুল ইদ্রুস। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রথম বোলার হিসাবে এক ইনিংসে ৭ উইকেট নিলেন তিনি। কুয়ালা লামপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া বি যোগ্যতা অর্জনের ম্যাচে চিনের বিরুদ্ধে এই কীর্তি গড়েন তিনি। সাত জন ব্যাটারই বোল্ড হয়েছেন।

ইদ্রুস ভাঙলেন পিটার আহোর নজির। এত দিন টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের নজির ছিল নাইজেরিয়ার এই বোলারের। ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে খেলতে নেমে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেই নজির ভাঙলেন ইদ্রুস। পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে ভারতের দীপক চাহারের নজির সবচেয়ে ভাল। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

Advertisement

টসে জিতে ব্যাট করতে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ১২ রান ছিল চিনের। তখন থেকে ইদ্রুসের উইকেট নেওয়া শুরু। দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি ওয়াং লিউয়াংকে আউট করেন। একই ওভারে আরও তিনটি উইকেট নেন। পরের ওভারে পাঁচ উইকেট হয়ে যায়।

নিজের শেষ ওভারে মেডেন-সহ দু’টি উইকেট পান ইদ্রুস। তাঁর বোলিং স্পেল দাঁড়ায় এ রকম: ৪-১-৮-৭। ৯ ওভারের শেষে চিনের স্কোর দাঁড়ায় ২০ রানে ৯ উইকেট। বিজয় উন্নির বলে লুয়ো শিলিন ফিরতেই ২৩ রানে অলআউট হয়ে যায় চিন। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মালয়েশিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement