Ranji Trophy 2024

তিন দিনেই শেষ ম্যাচ, ইনিংসে জিতে রঞ্জিতে প্রথম পয়েন্ট তুলল কোন দল?

রঞ্জি ট্রফিতে গ্রুপ পর্বে ম্যাচ হয় চার দিনের। কিন্তু তিন দিনেই ম্যাচ জিতে নিল একটি দল। ইনিংসে জিতে বোনাস পয়েন্টও পেল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:৫৭
kedar jadhav

কেদার যাদব। —ফাইল চিত্র।

তিন দিনেই ম্যাচ জিতেল মহারাষ্ট্র। এ বারের রঞ্জিতে তারাই প্রথম পয়েন্ট পেল। ইনিংসে জিতে বোনাসও পেল কেদার যাদবের দল। মণিপুরের বিরুদ্ধে ইনিংস এবং ৬৯ রানে জিতে ৭ পয়েন্ট পেল তারা।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করেছিল মণিপুর। ১৩৭ রানে শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। সেই দিনই ব্যাট করতে নামে মহারাষ্ট্র। তুলে নেয় ১২৩ রান। পরের দিন মহারাষ্ট্রের ইনিংস শেষ হয়ে যায় ৩২০ রানে। মণিপুরের থেকে ১৮৩ রানে এগিয়ে যায় কেদারের দল। ১৫৩ রান করেন অঙ্কিত বাওনে। অধিনায়ক কেদার করেন ৫৬ রান। মণিপুর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল।

তৃতীয় দিনে খেলা হল মাত্র ১৬.২ ওভার। ১১৪ রানে অল আউট হয়ে যায় মণিপুর। তিন দিনেই ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র। ম্যাচের সেরা হয়েছেন অঙ্কিত।

অনান্য ম্যাচগুলির মধ্যে কিছুটা ভাল জায়গায় ঋদ্ধিমান সাহার ত্রিপুরা। গোয়ার সামনে ৫০১ রানের লক্ষ্য রাখে তারা। ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে অর্জুন তেন্ডুলকরের দল। শেষ দিনের খেলার আগে ৪৫৩ রানে পিছিয়ে রয়েছে তারা। বিহারের বিরুদ্ধে জয়ের মুখে মুম্বই। শেষ দিনে তাদের চাই ৪ উইকেট। হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে প্রথম দু'দিন খেলাই হয়নি। রবিবার খেলা হলেও মাত্র ৪২ ওভার খেলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন