KKR vs SRH Match Today

ইডেনে ব্যাটে-বলে দাপট কলকাতার, কোন পথে জয়ে ফিরল কেকেআর?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। লিগ তালিকায় সকলের নীচে রয়েছে তারা। বৃহস্পতিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:৫৭
উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস বৈভব অরোরার। সঙ্গী রিঙ্কু সিংহ।

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস বৈভব অরোরার। সঙ্গী রিঙ্কু সিংহ। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:৫৭ key status

১২০ রানে শেষ হায়দরাবাদ

কলকাতা প্রথমে ব্যাট করে ২০০ রান তুলেছিল। হায়দরাবাদ শেষ হয়ে গেল ১২০ রানে। ৮০ রানে হারল প্যাট কামিন্সের দল।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:৫১ key status

পর পর উইকেট হারাল হায়দরাবাদ

চাপ সামলাতে ব্যর্থ হায়দরাবাদ। ২০১ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে পর পর উইকেট হারাল তারা। বরুণ, বৈভবের দাপটে ধ্বস হায়দরাবাদের ব্যাটিংয়ে।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:২৬ key status

আউট অনিকেত

উইকেট নিলেন বরুণ। ফেরালেন অনিকেতকে। মাত্র ৬ রান করে আউট তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:২২ key status

আউট কামিন্দু

সুনীল নারাইনের বলে ক্যাচ দিলেন কামিন্দু। ২০ বলে ২৭ রান করেন তিনি। নীতীশ এবং ক্লাসেনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও সফল হলেন না।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:১৪ key status

৯ ওভার শেষে

৯ ওভারে ৬৩ রান তুলেছে হায়দরাবাদ। লক্ষ্য ২০১। হাতে রয়েছে ৬ উইকেট। ক্রিজ়ে রয়েছেন হেইনরিখ ক্লাসেন এবং কামিন্দু মেন্ডিস।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:০৪ key status

আউট নীতীশ

চাপ বাড়ছে হায়দরাবাদের। আবার উইকেট হারাল তারা। এ বার আউট নীতীশ কুমার রেড্ডি। রাসেলের ওভারে প্রথম তিন বলে ১১ রান উঠলেও চতুর্থ বলে আবার বড় শট খেলতে গিয়ে আউট হলেন নীতীশ।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:০২ key status

পাওয়ার প্লে শেষে

পাওয়ার প্লে-তে ৩৩ রান তুলেছে হায়দরাবাদ। তিনটি উইকেটও হারিয়েছে তারা। ইডেনে কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে চাপে হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪৬ key status

৩ ওভার শেষে

৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ। মাত্র ৯ রান তুলেছে তারা। কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে বেকায়দায় হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪৪ key status

আউট ঈশান

তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। এ বার আউট ঈশান কিশন। বৈভবের বলে ক্যাচ দিলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪১ key status

আউট অভিষেক

হর্ষিত রানার বলে আউট অভিষেক শর্মা। ২ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৩৩ key status

আউট হেড

হেডকে (৪) আউট করলেন বৈভব। হায়দরাবাদ ৪/১।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:১৬ key status

২০০ রান কলকাতার

ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রান তুলল কলকাতা। বেঙ্কটেশ আয়ার ২৯ বলে ৬০ রান করেন। রিঙ্কু ১৭ বলে ৩২ রান করেন। তাঁদের জুটির আগে রাহানে এবং অঙ্গকৃশ মিলে বড় রানের ভিত গড়েছিলেন। সেটাই দলকে ২০০ রান তুলতে সাহায্য করল।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:১১ key status

আউট বেঙ্কটেশ

২৯ বলে ৬০ রান করলেন বেঙ্কটেশ। এত দিন রান পাচ্ছিলেন না তিনি। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরলেন। তাঁর দাপটে ১৯০ রানের গণ্ডি পার করল কেকেআর। কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৪৭ key status

১৫ ওভার শেষে

রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার খেলছেন। কিন্তু রাহানে এবং রঘুবংশী আউট হওয়ার পর কেকেআরের রানের গতি কমেছে। ১৫ ওভারে ১২২ রান তুলেছে তারা। হাতে রয়েছে ৬ উইকেট। বাকি রয়েছে পাঁচ ওভার।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৩৪ key status

আউট রঘুবংশী

অর্ধশতরান করেই আউট রঘুবংশী। ৩২ বলে ৫০ রান করেন তিনি। কামিন্দুর বলে ক্যাচ দিলেন রঘুবংশী।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:২৭ key status

সহজ ক্যাচ ফেললেন নীতীশ

অল্পের জন্য বেঁচে গেলেন রঘুবংশী। সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নীতীশ কুমার রেড্ডি সেই বল ধরতে পারেননি। ফলে আউটও হননি রঘুবংশী।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:২৪ key status

আউট রাহানে

স্পিনার জীশানের বলে আউট রাহানে। ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২৭ বলে ৩৮ রান করে আউট নাইট অধিনায়ক। ৮১ রানের জুটি গড়েছিলেন রঘুবংশীর সঙ্গে।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:১৬ key status

৯ ওভার শেষে

অল্প রানে দুই ওপেনারকে হারালেও দ্রুত রান তুলছে কলকাতা। ৯ ওভারে ৭৫ রান তুলে ফেলল তারা। অধিনায়ক রাহানে এবং তরুণ রঘুবংশী দ্রুত রান তুলছেন।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:০৩ key status

পাওয়ার প্লে শেষে

প্রথম ৬ ওভারে ৫৩ রান তুলল কেকেআর। দুই ওপেনারের উইকেট হারিয়েও রান তুলছে তারা। অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশী ক্রিজ়ে রয়েছেন।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৯ key status

আউট নারাইন

দুই ওপেনারই আউট। ৭ রান করে আউট হলেন সুনীল নারাইন। মহম্মদ শামির বলে ক্যাচ দিলেন তিনি।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন