উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস বৈভব অরোরার। সঙ্গী রিঙ্কু সিংহ। ছবি: পিটিআই।
কলকাতা প্রথমে ব্যাট করে ২০০ রান তুলেছিল। হায়দরাবাদ শেষ হয়ে গেল ১২০ রানে। ৮০ রানে হারল প্যাট কামিন্সের দল।
চাপ সামলাতে ব্যর্থ হায়দরাবাদ। ২০১ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে পর পর উইকেট হারাল তারা। বরুণ, বৈভবের দাপটে ধ্বস হায়দরাবাদের ব্যাটিংয়ে।
উইকেট নিলেন বরুণ। ফেরালেন অনিকেতকে। মাত্র ৬ রান করে আউট তিনি।
সুনীল নারাইনের বলে ক্যাচ দিলেন কামিন্দু। ২০ বলে ২৭ রান করেন তিনি। নীতীশ এবং ক্লাসেনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও সফল হলেন না।
৯ ওভারে ৬৩ রান তুলেছে হায়দরাবাদ। লক্ষ্য ২০১। হাতে রয়েছে ৬ উইকেট। ক্রিজ়ে রয়েছেন হেইনরিখ ক্লাসেন এবং কামিন্দু মেন্ডিস।
চাপ বাড়ছে হায়দরাবাদের। আবার উইকেট হারাল তারা। এ বার আউট নীতীশ কুমার রেড্ডি। রাসেলের ওভারে প্রথম তিন বলে ১১ রান উঠলেও চতুর্থ বলে আবার বড় শট খেলতে গিয়ে আউট হলেন নীতীশ।
পাওয়ার প্লে-তে ৩৩ রান তুলেছে হায়দরাবাদ। তিনটি উইকেটও হারিয়েছে তারা। ইডেনে কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে চাপে হায়দরাবাদ।
৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ। মাত্র ৯ রান তুলেছে তারা। কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে বেকায়দায় হায়দরাবাদ।
তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। এ বার আউট ঈশান কিশন। বৈভবের বলে ক্যাচ দিলেন তিনি।
হর্ষিত রানার বলে আউট অভিষেক শর্মা। ২ রান করে আউট হলেন তিনি।
হেডকে (৪) আউট করলেন বৈভব। হায়দরাবাদ ৪/১।
ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রান তুলল কলকাতা। বেঙ্কটেশ আয়ার ২৯ বলে ৬০ রান করেন। রিঙ্কু ১৭ বলে ৩২ রান করেন। তাঁদের জুটির আগে রাহানে এবং অঙ্গকৃশ মিলে বড় রানের ভিত গড়েছিলেন। সেটাই দলকে ২০০ রান তুলতে সাহায্য করল।
২৯ বলে ৬০ রান করলেন বেঙ্কটেশ। এত দিন রান পাচ্ছিলেন না তিনি। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরলেন। তাঁর দাপটে ১৯০ রানের গণ্ডি পার করল কেকেআর। কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হলেন তিনি।
রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার খেলছেন। কিন্তু রাহানে এবং রঘুবংশী আউট হওয়ার পর কেকেআরের রানের গতি কমেছে। ১৫ ওভারে ১২২ রান তুলেছে তারা। হাতে রয়েছে ৬ উইকেট। বাকি রয়েছে পাঁচ ওভার।
অর্ধশতরান করেই আউট রঘুবংশী। ৩২ বলে ৫০ রান করেন তিনি। কামিন্দুর বলে ক্যাচ দিলেন রঘুবংশী।
অল্পের জন্য বেঁচে গেলেন রঘুবংশী। সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নীতীশ কুমার রেড্ডি সেই বল ধরতে পারেননি। ফলে আউটও হননি রঘুবংশী।
স্পিনার জীশানের বলে আউট রাহানে। ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২৭ বলে ৩৮ রান করে আউট নাইট অধিনায়ক। ৮১ রানের জুটি গড়েছিলেন রঘুবংশীর সঙ্গে।
অল্প রানে দুই ওপেনারকে হারালেও দ্রুত রান তুলছে কলকাতা। ৯ ওভারে ৭৫ রান তুলে ফেলল তারা। অধিনায়ক রাহানে এবং তরুণ রঘুবংশী দ্রুত রান তুলছেন।
প্রথম ৬ ওভারে ৫৩ রান তুলল কেকেআর। দুই ওপেনারের উইকেট হারিয়েও রান তুলছে তারা। অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশী ক্রিজ়ে রয়েছেন।
দুই ওপেনারই আউট। ৭ রান করে আউট হলেন সুনীল নারাইন। মহম্মদ শামির বলে ক্যাচ দিলেন তিনি।