WTC Final 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বিরাট-রাহানের ব্যাটে লড়ছে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা চলছে। চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ২২:৩৬
ভাল শুরু করেও আউট হয়ে গিয়েছেন রোহিত শর্মা।

ভাল শুরু করেও আউট হয়ে গিয়েছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ২২:৩৬ key status

চতুর্থ দিনের খেলা শেষ

৩ উইকেটে ১৬৪ রানে শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। ম্যাচ জিততে শেষ দিনে ২৮০ রান করতে হবে ভারতকে। অস্ট্রেলিয়ার জিততে দরকার ৭ উইকেট। 

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ২১:০৯ key status

আউট চেতেশ্বর পুজারা

পরের ওভারেই আউট হয়ে গেলেন পুজারা। প্যাট কামিন্সের বলে আপার কাট মারতে গিয়ে আউট হলেন তিনি। ২৭ রান করেছেন পুজারা। 

Advertisement
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ২১:০৮ key status

আউট রোহিত শর্মা

ভাল খেলছিলেন রোহিত। কিন্তু ৪৩ রানের মাথায় আউট হলেন তিনি। নেথান লায়নের বল রোহিতের প্যাডে লাগে। আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৯:৪০ key status

আউট শুভমন গিল

১৮ রান করে আউট হলেন শুভমন। কিন্তু তাঁর আউট নিয়ে প্রশ্ন উঠেছে। স্কট বোলান্ডের বল শুভমনের ব্যাটে লেগে স্লিপে যায়। ক্যামেরন গ্রিন এক হাতে সেই বল ধরেন। কিন্তু বল মাটি ছুঁয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেন। 

Advertisement
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৮:৫০ key status

ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া

৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া। ৬৬ রানে অপরাজিত থাকলেন অ্যালেক্স ক্যারে। টেস্ট বিশ্বকাপ জিততে ভারতের সামনে লক্ষ্য ৪৪৪ রান।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৮:৩৪ key status

আউট মিচেল স্টার্ক

অবশেষে ভাঙল মিচেল স্টার্ক-অ্যালেক্স ক্যারে জুটি। মহম্মদ শামির বলে ৪১ রান করে আউট হলেন স্টার্ক। 

Advertisement
timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৭:০১ key status

মধ্যাহ্নভোজের বিরতি

অস্ট্রেলিয়া ২০১-৬। ভারত পিছিয়ে ৩৭৪ রানে।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৬:৩০ key status

আউট গ্রিন

জাডেজার বলে ফিরলেন গ্রিন (২৫)। শট মারার কোনও চেষ্টাই করেননি। বল তাঁর গ্লাভসে লেগে উইকেট ভেঙে দিল। 

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৫:১৫ key status

আউট লাবুশেন

উমেশ যাদবের বলে পুজারার হাতে ক্যাচ দিলেন লাবুশেন (৪১)।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৫:০৭ key status

ক্রিজে গ্রিন এবং লাবুশেন

লাবুশেন ৪১ এবং গ্রিন ৮ রানে ব্যাট করছেন।

timer শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৫:০৬ key status

ভারত পিছিয়ে ২৯৬ রানে

দ্বিতীয় ইনিংসে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের সামনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন