ভাল শুরু করেও আউট হয়ে গিয়েছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই
৩ উইকেটে ১৬৪ রানে শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। ম্যাচ জিততে শেষ দিনে ২৮০ রান করতে হবে ভারতকে। অস্ট্রেলিয়ার জিততে দরকার ৭ উইকেট।
পরের ওভারেই আউট হয়ে গেলেন পুজারা। প্যাট কামিন্সের বলে আপার কাট মারতে গিয়ে আউট হলেন তিনি। ২৭ রান করেছেন পুজারা।
ভাল খেলছিলেন রোহিত। কিন্তু ৪৩ রানের মাথায় আউট হলেন তিনি। নেথান লায়নের বল রোহিতের প্যাডে লাগে। আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারত অধিনায়ক।
১৮ রান করে আউট হলেন শুভমন। কিন্তু তাঁর আউট নিয়ে প্রশ্ন উঠেছে। স্কট বোলান্ডের বল শুভমনের ব্যাটে লেগে স্লিপে যায়। ক্যামেরন গ্রিন এক হাতে সেই বল ধরেন। কিন্তু বল মাটি ছুঁয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেন।
৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া। ৬৬ রানে অপরাজিত থাকলেন অ্যালেক্স ক্যারে। টেস্ট বিশ্বকাপ জিততে ভারতের সামনে লক্ষ্য ৪৪৪ রান।
অবশেষে ভাঙল মিচেল স্টার্ক-অ্যালেক্স ক্যারে জুটি। মহম্মদ শামির বলে ৪১ রান করে আউট হলেন স্টার্ক।
অস্ট্রেলিয়া ২০১-৬। ভারত পিছিয়ে ৩৭৪ রানে।
জাডেজার বলে ফিরলেন গ্রিন (২৫)। শট মারার কোনও চেষ্টাই করেননি। বল তাঁর গ্লাভসে লেগে উইকেট ভেঙে দিল।
উমেশ যাদবের বলে পুজারার হাতে ক্যাচ দিলেন লাবুশেন (৪১)।
লাবুশেন ৪১ এবং গ্রিন ৮ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ইনিংসে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের সামনে।