কলম্বোয় বৃষ্টি। ছবি: এএফপি
আবার বৃষ্টি আসায় রবিবারের ম্যাচ বাতিল করে দিলেন আম্পায়ারেরা। আবার খেলা হবে সোমবার। পুরো ৫০ ওভারের খেলা হবে।
৮টায় সময় ফের মাঠ দেখা হবে।
তার পর বোঝা যাবে খেলা কখন শুরু হবে বা আদৌ শুরু হবে কি না।
মাঠে থোকা থোকা জল জমে গিয়েছে। এখনও বৃষ্টি থামেনি। ফলে খেলা শুরু করতে বেশ অনেক ক্ষণ সময় লাগবে।
২৪.১ ওভারে শুরু হল বৃষ্টি। ভারতের স্কোর ১৪৭-২। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় মাঠকর্মীরা ঢাকতে দেরি করলেন কিছুটা। পাকিস্তানের ফখর জমান এসে হাত লাগালেন। বৃষ্টির বেগ অনেকটাই বেশি।
শুভমনকে (৫৮) আউট করলেন শাহিন। ভারত ১২৩/২।
রোহিতকে (৫৬) আউট করলেন শাদাব। ভারত ১২১/১
দাপুটে খেলছেন রোহিতও। তিনিও ৫০ করে ফেললেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
৩৭ বলে ৫০ করলেন শুভমন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
শুভমন ৪১ এবং রোহিত ১৮ রানে ক্রিজে।
স্লিপে একটি ক্য়াচ ছাড়লেন পাকিস্তানের ফিল্ডাররা। নাসিমের বোলিং নজর কাড়ছে। তবে রোহিত-শুভমন কাউকেই মাথার উপরে উঠতে দিচ্ছেন না।
ভয় না পেয়ে এ বার শুরু থেকেই শাহিনকে আক্রমণের রাস্তা বেছে নিয়েছেন রোহিতেরা। ২ ওভারে ১৮ রান দিলেন পাক পেসার।
শাহিনকে শেষ বলে ছক্কা মারলেন রোহিত।
খেলা শুরু হতে আর কিছু ক্ষণ বাকি।
রোহিত, শুভমন, কোহলি, রাহুল, ঈশান, হার্দিক, জাডেজা, শার্দূল, কুলদীপ, বুমরা এবং সিরাজ।
ফখর, ইমাম, বাবর, রিজওয়ান, সলমন, ইফতিকার, শাদাব, আশরফ, শাহিন, নাসিম এবং রউফ।
আগে বল করবেন বাবররা।