ICC ODI World Cup 2023

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানে জয়, কী ভাবে জিতল রোহিতের ভারত?

বিশ্বকাপে টানা আটটি ম্যাচ জিতেছে ভারত। রবিবার নেদারল্যান্ডসকে হারিয়ে রেকর্ড করে শেষ চারে খেলতে চাইবেন রোহিত শর্মারা। অন্য দিকে নেদারল্যান্ডসের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২১:৩০
উচ্ছ্বাস ভারতীয় দলের।

উচ্ছ্বাস ভারতীয় দলের। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২১:৩০ key status

সেই রোহিতই উইকেট নিলেন

ছয় মারতে গিয়ে আউট নিদামানুরু।

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২১:২৭ key status

বল করতে এলেন রোহিত

চমকের এখনও বাকি। রোহিত শর্মা বল করতে এলেন ৪৮তম ওভারে।

Advertisement
timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২১:১২ key status

অষ্টম উইকেট পড়ল

উইকেট নিলেন জাডেজা। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২১:০৭ key status

সপ্তম উইকেটের পতন

উইকেট নিলেন কুলদীপ। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২০:৪৬ key status

ষষ্ঠ উইকেটের পতন

দ্বিতীয় উইকেট সিরাজের। বোল্ড হলেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। ১৭২ রানে ৬ উইকেট চলে গেল নেদারল্যান্ডসের।

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৯:৫৭ key status

উইকেট নিলেন কোহলি

উইকেট নিলেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ১৭ রানে ফেরালেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৯:২৫ key status

উইকেট রবীন্দ্র জাডেজার

প্রথম বলেই উইকেট নিলেন জাডেজা। ৩০ রানের মাথায় ও’ডয়েডকে আউট করলেন তিনি। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৯:২৫ key status

ক্য়াচ ফস্কালেন সিরাজ

কুলদীপের বলে ক্যাচ ফস্কালেন সিরাজ। বল গিয়ে লাগে সিরাজের গলায়। চোট পেয়েছেন তিনি। আপাতত মাঠের বাইরে সিরাজ। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৯:১৬ key status

উইকেট নিলেন কুলদীপ যাদব

একারম্য়ানকে ৩৫ রানের মাথায় আউট করলেন কুলদীপ। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৮:৫৯ key status

নেদারল্যান্ডসের রান ৫০ পার

নবম ওভারে ৫০ রান পার নেদারল্য়ান্ডসের। ক্রিজে ম্যাক্স ও’ডয়েড ও কলিন একারম্যান। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৮:২৬ key status

উইকেট নিলেন সিরাজ

নেদারল্যান্ডসের প্রথম উইকেট তুলে নিলেন সিরাজ। তাঁর বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিলেন ওয়েসলি বারেসি।

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৯ key status

নেদারল্য়ান্ডসের লক্ষ্য ৪১১ রান

বেঙ্গালুরুতে ৪ উইকেটে ৪১০ রান করল ভারত। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৮ key status

আউট রাহুল

১০২ রান করে আউট হয়ে গেলেন রাহুল। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৩ key status

শতরান রাহুলেরও

ঘরের মাঠে ৬২ বলে শতরান করলেন লোকেশ রাহুল। একই ম্যাচে জোড়া শতরান হল ভারতের। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৭:২৪ key status

শতরান শ্রেয়স আয়ারের

বিশ্বকাপে প্রথম শতরান করলেন শ্রেয়স। ৮৪ বলে ১০০ রান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৭:০৮ key status

অর্ধশতরান লোকেশ রাহুলের

৪০ বলে অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। ভারতের প্রথম পাঁচ জন ব্যাটারই অর্ধশতরান করলেন। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:২৯ key status

অর্ধশতরান শ্রেয়স আয়ারের

৪৮ বলে অর্ধশতরান করলেন শ্রেয়স। রোহিত, শুভমন ও বিরাটের পর একই ম্যাচে অর্ধশতরান ভারতের চতুর্থ ব্যাটারের। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:০৪ key status

আউট বিরাট কোহলি

অর্ধশতরান করেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ৫১ রান করে সাজঘরে ফিরলেন তিনি। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:০১ key status

অর্ধশতরান বিরাট কোহলির

৫৩ বলে নিজের অর্ধশতরান করলেন বিরাট। 

timer শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৫:৩৪ key status

ভারতের রান ১৫০ পার

২২তম ওভারে ১৫০ রান পার ভারতের। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন