উচ্ছ্বাস ভারতীয় দলের। ছবি: পিটিআই
ছয় মারতে গিয়ে আউট নিদামানুরু।
চমকের এখনও বাকি। রোহিত শর্মা বল করতে এলেন ৪৮তম ওভারে।
উইকেট নিলেন জাডেজা।
উইকেট নিলেন কুলদীপ।
দ্বিতীয় উইকেট সিরাজের। বোল্ড হলেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। ১৭২ রানে ৬ উইকেট চলে গেল নেদারল্যান্ডসের।
উইকেট নিলেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ১৭ রানে ফেরালেন তিনি।
প্রথম বলেই উইকেট নিলেন জাডেজা। ৩০ রানের মাথায় ও’ডয়েডকে আউট করলেন তিনি।
কুলদীপের বলে ক্যাচ ফস্কালেন সিরাজ। বল গিয়ে লাগে সিরাজের গলায়। চোট পেয়েছেন তিনি। আপাতত মাঠের বাইরে সিরাজ।
একারম্য়ানকে ৩৫ রানের মাথায় আউট করলেন কুলদীপ।
নবম ওভারে ৫০ রান পার নেদারল্য়ান্ডসের। ক্রিজে ম্যাক্স ও’ডয়েড ও কলিন একারম্যান।
নেদারল্যান্ডসের প্রথম উইকেট তুলে নিলেন সিরাজ। তাঁর বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিলেন ওয়েসলি বারেসি।
বেঙ্গালুরুতে ৪ উইকেটে ৪১০ রান করল ভারত।
১০২ রান করে আউট হয়ে গেলেন রাহুল।
ঘরের মাঠে ৬২ বলে শতরান করলেন লোকেশ রাহুল। একই ম্যাচে জোড়া শতরান হল ভারতের।
বিশ্বকাপে প্রথম শতরান করলেন শ্রেয়স। ৮৪ বলে ১০০ রান করলেন তিনি।
৪০ বলে অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। ভারতের প্রথম পাঁচ জন ব্যাটারই অর্ধশতরান করলেন।
৪৮ বলে অর্ধশতরান করলেন শ্রেয়স। রোহিত, শুভমন ও বিরাটের পর একই ম্যাচে অর্ধশতরান ভারতের চতুর্থ ব্যাটারের।
অর্ধশতরান করেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ৫১ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
৫৩ বলে নিজের অর্ধশতরান করলেন বিরাট।
২২তম ওভারে ১৫০ রান পার ভারতের। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার।