—প্রতীকী ছবি।
জিভের সাহায্যে ৫৭ টি বৈদ্যুতিক পাখা থামিয়ে দিলেন এক ভারতীয়। তেলেঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরার নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। মাত্র এক মিনিটের মধ্যে সব ক’টি চলন্ত পাখা জিভ দিয়ে বন্ধ করে দিলেন তিনি। অস্বাভাবিক এই স্টান্টের একটি ভিডিয়ো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এক্স সমাজমাধ্যম থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে। যাতে দেখা গিয়েছে এক এক করে পাখার ব্লেডগুলিকে নিজের জিভ দিয়ে থামিয়ে দিতে সক্ষম হয়েছেন ক্রান্তি। পাখাগুলি বেশ জোরেই ঘুরছিল। অদ্ভুত ও একই সঙ্গে ভয়াবহ এই স্টান্ট দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা শিউরে উঠেছেন।
‘ড্রিল ম্যান’ হিসাবে পরিচিত ক্রান্তি কুমার নানা সাহসী চ্যালেঞ্জ নেওয়ার জন্য বিশেষ ভাবে জনপ্রিয়। তিনি ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মস্ত কালান্দার’- সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর দক্ষতা দর্শকদের সামনে তুলে দিয়েছেন। এমনকি ‘আমেরিকা’স গট ট্যালেন্টে’র মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও তাঁর প্রতিভা সকলের নজর কেড়েছে। ২ জানুয়ারি পোস্ট হওয়া ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ক্রান্তি কুমারের এই ব্যতিক্রমী প্রতিভা দেখে আশ্চর্য হয়েছেন। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ১ কোটি ৮০ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘লোহার জিভ!’’ এক জন জিজ্ঞাসা করেছেন, ‘‘এর জন্য কোনও প্রশিক্ষণের ব্যবস্থা আছে?’’