মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।
সহজেই ম্যাচ জিতল ভারত। ৫০ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচ ভারত জিতল ৬.১ ওভারে।
রোহিত নামেননি। শুভমনের সঙ্গী হয়েছেন ঈশান। দ্রুত রান তুলছেন তাঁরা।
তিন উইকেট নিলেন হার্দিক। শ্রীলঙ্কা শেষ ৫০ রানে।
নবম উইকেট হারাল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট নিলেন হার্দিক। ৫০ রানে ৯ উইকেট চলে গেল শ্রীলঙ্কার।
আরও একটি উইকেট নিলেন সিরাজ। কুশল মেন্ডিসকে ফেরালেন তিনি। শ্রীলঙ্কার ২২ রানের জুটি ভেঙে গেল। বোল্ড হলেন মেন্ডিস।
বুমরা এবং সিরাজ পাঁচ ওভার করে বল করলেন। প্রথম ১০ ওভারের মধ্যে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সিরাজ একাই তুলে নেন পাঁচ উইকেট।
শ্রীলঙ্কাকে একাই শেষ করে দিলেন মহম্মদ সিরাজ। পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। দাসুন শনাকা ফিরলেন কোনও রান না করেই।
এক ওভারে তিন উইকেট নিলেন সিরাজ। হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তাঁর কাছে। চারিথ আশালঙ্ক ফিরলেন প্রথম বলেই।
এক ওভারে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার চাপ বাড়ালেন সিরাজ। বৃষ্টির পর বল সুইং করছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছেন ভারতীয় পেসারেরা। সাদিরা সমরবিক্রম শূন্য রানে ফিরলেন।
এ বার উইকেট নিলেন সিরাজ। পাথুম নিশঙ্ক আউট। শরীর ছুড়ে ক্যাচ নিলেন জাডেজা। ৮ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
শুরুতেই উইকেট পেল ভারত। বুমরার বলে আউট কুশল পেরেরা। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। কোনও রান না করেই আউট পেরেরা।
নির্ধারিত সময়ের ৪০ মিনিট দেরিতে শুরু হল এশিয়া কাপের ফাইনাল। কোনও ওভার কমানো হয়নি।
দুপুর ৩টে থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হয়নি। তবে আপাতত বৃষ্টি থেমেছে। দুপুর সাড়ে তিনটের সময় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়ারেরা। খেলা শুরু হতে পারে ৩.৪০ থেকে।
বৃষ্টির জন্য টসের পরেও নির্ধারিত সময়ে শুরু করা গেল না খেলা। ঢেকে দেওয়া হয়েছে মাঠ।
প্রথমে বল করবে ভারত।