সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।
টানা দ্বিতীয় ম্য়াচে শতরান করলেন তিলক। ছুঁয়ে ফেললেন সঞ্জুর নজির। ৪১ বলে শতরান করেছেন তিলক।
তিলকের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন জানসেন।
ভারতীয় ব্যাটার এই মুহূর্তে খেলছেন ৯১ রানে। সিরিজ়ে দ্বিতীয় শতরান কি করতে পারবেন? টানা দ্বিতীয় শতরানের সামনে তিলকও।
বাঁ কাঁধে চোট পেয়েছেন তিলক। আপাতত মাঠেই তাঁর চিকিৎসা চলছে।
প্রথম ম্যাচে শতরানের পর টানা দুটি ম্যাচে শূন্য করেছিলেন। আবার ফর্মে ফিরলেন সঞ্জু। এই মুহূর্তে খেলছেন ৬৬ রানে।
অফস্টাম্পের বাইরে বল ফেলেছিলেন সিপামলা। অভিষেক শট খেলতে গেলেও ঠিকঠাক লাগল না। খোঁচা দিলেন হেনরিখ ক্লাসেনের হাতে। ফিরলেন ৩৬ রানে।
ক্রিজ়ে রয়েছেন সঞ্জু এবং অভিষেক। শুরু থেকেই চালিয়ে খেলছেন তাঁরা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম চতুর্থ তথা শেষ টি২০ ম্যাচে টস জিতলেন সূর্যকুমার। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।