মহম্মদ শামি। ছবি: পিটিআই।
ব্যাট হাতে মাত্র ২২৯ রান করেছিল ভারত। তার পরেও জিতলেন রোহিত শর্মারা। ব্যাটারদের ব্যর্থতার দিনে সফল বোলারেরা। শামি, বুমরার দাপটে শেষ ইংল্যান্ড। ১০০ রানে জিতল ভারত।
শামির বলে স্টাম্প উড়ে গেল তাঁর।
ভারতের শেষ কাঁটাও উপড়ে গেল। আউট হলেন লিভিংস্টোন।
জাডেজার বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হলেন স্টোকস।
নতুন স্পেলে শামিকে আনার পর প্রথম বলেই ফিরলেন মইন।
কুলদীপের বলে কাট করতে গিয়ে বোল্ড বাটলার।
বেয়ারস্টোর ব্যাট-প্যাডে লেগে বল ভেঙে দিল স্টাম্প।
কোহলির বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্প উড়ে গেল স্টোকসের (০)।
মালানের পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলেন রুট। রিভিউ নিয়েও লাভ হল না।
বুমরার বলে বোল্ড ইংরেজ ওপেনার।
৪৯ রানে আউট সূর্যকুমার।
রশিদের বলে এগিয়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন জাডেজা।
ঠিক যখন মনে হচ্ছে শতরান হবে, তখনই লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত।
ক্রিজে জমে যাওয়ার পরে অকারণে খারাপ শট খেলে আউট হলেন রাহুল।
৬৬ বলে ৫০ করলেন রোহিত।
৭৩ রান তুলল ভারত। তিন উইকেট হারালেও রোহিত এবং রাহুল লড়ছেন। তাঁরা দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
জঘন্য শট খেলে উইকেট খোয়ালেন শ্রেয়স। বিপদের মধ্যে ফেলে দিলেন দলকে। ভারত ৪০-৩।
ওকসের বলের লাইন বুঝতে না পেরে বোল্ড শুভমন।
উইলির ওভারে রান করতে পারলেন না রোহিত।
বাটলার জানালেন, তাঁরা আগে বল করবেন।