BGT 2024-25

আকাশ-বুমরার ব্যাটে ফলো-অন বাঁচাল ভারত, ব্যাটারদের লজ্জা ঢাকার চেষ্টায় বোলারেরা

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯
যশপ্রীত বুমরা।

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২২ key status

ফলো-অন বাঁচাল ভারত

জাডেজা আউট হওয়ার পর ফলো-অন বাঁচানো কঠিন ছিল ভারতের জন্য। কিন্তু হার না মেনে লড়াই করলেন বুমরা এবং আকাশ। ভারতের দুই বোলার ব্যাট হাতে লজ্জা বাঁচালেন। দিনের শেষে ভারত ২৫২/৯। চতুর্থ দিনের খেলা শেষ। পঞ্চম দিনে ভারত অল-আউট হলে ব্যাট করতে নামতে হবে অস্ট্রেলিয়াকে।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭ key status

জাডেজা আউট

ফলো-অন বাঁচাতে ভারতের শেষ আশা ছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু কামিন্সের বাউন্সারে বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। ৭৭ রান করে ফিরলেন সাজঘরে। সেই সঙ্গে ফলো-অন বাঁচানোর কাজ আরও কঠিন হল ভারতের জন্য। একটি মাত্র উইকেট রয়েছে হাতে। দরকার ৩৩ রান।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ key status

আউট সিরাজ

স্টার্কের বলে আউট সিরাজ। অষ্টম উইকেট পড়ল ভারতের। ফলো-অন বাঁচাতে এখনও ৩৬ রান প্রয়োজন ভারতের। ক্রিজ়ে জাডেজা (৭৩) এবং বুমরা (০)।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ key status

আউট নীতীশ

কামিন্সের বলে বোল্ড নীতীশ। ভারতীয় ব্যাটারের ব্যাটে লেগে বল চলে গেল উইকেটে। জাডেজা এবং নীতীশের ৫৩ রানের জুটি ভেঙে গেল। ফলো-অন বাঁচাতে ভারতের চাই আরও ৫১ রান। ক্রিজ়ে রয়েছেন জাডেজা।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১০:০৪ key status

ব্রিসবেনে আবার বৃষ্টি

মধ্যাহ্নভোজের পর বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছিল খেলা। কিন্তু ২.৫ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে ব্রিসবেনে। ফলে খেলা ফের বন্ধ করতে হয়েছে। ভারত ১৮০/৬। জাডেজা (৫২) এবং নীতীশ (৯) অপরাজিত রয়েছেন।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৮:২২ key status

মধ্যাহ্নভোজের বিরতি

মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত ১১৬ রান তুলল। লোকেশ রাহুল ৮৪ রান করে আউট হয়েছেন। ক্রিজ়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৪১) এবং নীতীশ কুমার রেড্ডি (৭)। ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে। বৃষ্টির কারণে কিছু ক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। অস্ট্রেলিয়ার চেয়ে ২৭৮ রানে পিছিয়ে ভারত।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৭:৫২ key status

আউট রাহুল

শতরানের থেকে ১৬ রান দূরে থামতে হল রাহুলকে। নাথান লায়নের দলে খোঁচা দিলেন তিনি। স্লিপে শরীর ছুড়ে এক হাতে ক্যাচ স্মিথের। দিনের প্রথম বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছিলেন রাহুল। তখন ধরতে পারেননি। এ বার আর সেই ভুল হয়নি। ১৩৯ বলে ৮৪ রান করে আউট রাহুল। ভারত ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪১ রান।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৬ key status

৪০ ওভার শেষে

৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে ভারত। ৮২ রানে অপরাজিত রাহুল। সঙ্গী জাডেজা ব্যাট করছেন ২৩ রানে। 

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৪২ key status

ব্রিসবেনে বৃষ্টি

চতুর্থ দিনে প্রথম বার বৃষ্টির কারণে বন্ধ হল খেলা। সারা দিনে এমন আরও কয়েক বার হলেও অবাক হওয়ার থাকবে না। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৬৮ রান করে অপরাজিত রাহুল। তাঁর সঙ্গে ক্রিজ়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৬ রানে অপরাজিত)।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫ key status

অর্ধশতরান রাহুলের

ভারতের ব্যাটিংয়ে একমাত্র ইতিবাচক দিক লোকেশ রাহুল। দিনের প্রথম বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন স্টিভ স্মিথ। আর কোনও সুযোগ এখনও পর্যন্ত দেননি ভারতীয় ব্যাটার। অর্ধশতরান করেছেন। তাঁর ব্যাটেই কিছুটা রান পেয়েছে ভারত।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৬ key status

আউট রোহিত

অধিনায়কের বলে আউট অধিনায়ক। ব্রিসবেনে চতুর্থ দিনের সকালে রোহিত ১০ রান করে সাজঘরে ফিরলেন। কামিন্সের করা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন তিনি। ক্যাচ উইকেটরক্ষকের হাতে।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৪০ key status

২১ ওভার শেষে

চতুর্থ দিনে বড় রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমেছেন লোকেশ রাহুল (৪১) এবং রোহিত শর্মা (১)। তাঁদের কাঁধে বড় দায়িত্ব। ক্রিজ়ে টিকে থাকার লড়াই চলবে তাঁদের। ভারত ৬১ রানে ৪ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে। ম্যাচে ফিরতে রোহিতদের ব্যাটে বড় রান চাই।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৮ key status

চতুর্থ দিনের খেলা শুরু

প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু বল ধরতে পারেননি স্টিভ স্মিথ। বেঁচে গেলেন রাহুল।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৭ key status

ভারতের ব্যাটিং ব্যর্থতা

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে চাপে পড়ে যায় ভারত। সোমবার খুব বেশি খেলা হয়নি। বৃষ্টির কারণে বার বার খেলা বন্ধ হয়। তার মাঝে যেটুকু খেলা হয়েছে, তাতে ভারত ৪ উইকেট হারায়। যশস্বী জয়সওয়াল (৪) ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান। শুভমন গিল (১), বিরাট কোহলি (৩) এবং ঋষভ পন্থ (৯) রান করতে পারেননি। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। চতুর্থ দিনে ভারতের লক্ষ্য চাপ কাটিয়ে বড় রান করা।

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৪ key status

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

ব্রিসবেন টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে ১৩.২ ওভারের বেশি খেলা হয়নি। তবে দ্বিতীয় দিনে ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড মিলে সেই সুযোগ কাজে লাগিয়ে ২৪১ রানের জুটি গড়েন। স্মিথ ১০১ রান করেন। হেড করেন ১৫২ রান। রান পেয়েছেন অ্যালেক্স ক্যারেও। তিনি ৭০ রান করেন। ৪৪৫ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৬ উইকেট নেন যশপ্রীত বুমরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন