ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
সোমবার সকাল থেকে বার বার খেলা বন্ধ করতে হচ্ছে বৃষ্টির কারণে। ক্রিজ়ে থিতু হওয়ার সময়টাও পাচ্ছেন না ভারতীয় ব্যাটারেরা। কয়েক বল খেলার পরেই বৃষ্টির জন্য উঠে যেতে হচ্ছে। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্রিসবেন টেস্টে চাপে ভারত।
বৃষ্টির পর খেলা শুরু হতেই আউট পন্থ। ৯ রান করে কামিন্সের বলে ক্যাচ দিলেন ক্যারের হাতে। চতুর্থ উইকেট হারাল ভারত। ৪৪ রানের ৪ উইকেট চলে গেল। অস্ট্রেলিয়ার থেকে এখনও ৪০১ রানে পিছিয়ে ভারত।
আরও এক বার বৃষ্টির কারণে ব্রিসবেনে বন্ধ খেলা।
প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে অলআউট করে ব্যাট করতে নামে ভারত। তাদের ৩ উইকেট পড়ে যায়। মধ্যাহ্নভোজের পর বৃষ্টির কারণে কিছু ক্ষণ বন্ধ ছিল খেলা। তার পড়ে খেলা শুরু হয়। ভারত ৩৯/৩। ক্রিজ়ে পন্থ (৯) এবং রাহুল (২১)।
মধ্যাহ্নভোজের বিরতি শেষে খেলা শুরু হয়। কিন্তু ১১ বল হওয়ার পরেই আবার বৃষ্টি নামে। ফলে খেলা ফের বন্ধ হয়। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৭/৩।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পরেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করে দেন আম্পায়ারেরা। ভারত ২২ রানে ৩ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে। ক্রিজ়ে লোকেশ রাহুল (১৩) এবং ঋষভ পন্থ (০)।
আরও এক বার বৃষ্টি ব্রিসবেনে। ভারত ব্যাট করতে নামার আগে বৃষ্টি হয়েছিল। যে কারণে ভারতের ইনিংস একটু দেরিতে শুরু হয়। এ বার ইনিংসের মাঝে বৃষ্টি। বিরাট আউট হওয়ার পর ঋষভ পন্থ ব্যাট করতে নামেন। কিন্তু তিনি প্রথম বল খেলার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়।
হেজ়লউডের বলে আউট বিরাট। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন তিনি। পুরনো রোগ সারছে না বিরাটের। বার বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছেন তিনি। চাপ বাড়ছে ভারতের দুই তরুণ ব্যাটার যশস্বী এবং শুভমনের পর অভিজ্ঞ বিরাটও সাজঘরে।
এলেন এবং গেলেন। যশস্বীর পর আউট শুভমন গিলও। মিচেল স্টার্ক নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিলেন দ্বিতীয় উইকেট। স্লিপে ক্যাচ দিলেন ভারতের তিন নম্বরে নামা ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে গালিতে ক্যাচ দিলেন যশস্বী। ১ রান করে আউট তিনি।
দ্বিতীয় বলেই আউট যশস্বী জয়সওয়াল। প্রথম বলটি মিচেল স্টার্ক অফ স্টাম্পে করেছিলেন। যশস্বী ব্যাটে খোঁচা লেগে বাউন্ডারিতে চলে যায়। দ্বিতীয় বলটি স্টার্ক একই জায়গা থেকে লেগ স্টাম্পের দিকে রাখেন। লেগ সাইডে মারেন যশস্বী। কিন্তু ফরওয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়েছিলেন মিচেল মার্শ। তাঁর হাতে ক্যাচ তুলে দেন যশস্বী। ৪ রান করেই শেষ তাঁর ইনিংস।
ব্রিসবেনে এ বার পরীক্ষা ভারতীয় ব্যাটারদের। যে পিচে অস্ট্রেলিয়ার ব্যাটারেরা ৪৪৫ রান তুলে দিলেন, সেই পিচে লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়ালেরা কত রান করতে পারেন সে দিকে নজর থাকবে। এ বারের সিরিজ়ে পার্থের দ্বিতীয় ইনিংস বাদ দিয়ে কখনও সে ভাবে রান করতে দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকে লিড নিতে হলে দায়িত্ব নিয়ে খেলতে হবে রোহিতদের।
ব্রিসবেনে প্রথম ইনিংসে ৪৪৫ রান করল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ১৫২ রান করেন। ১০১ রান করেন স্টিভ স্মিথ। শেষের দিকে অ্যালেক্স ক্যারে গুরুত্বপূর্ণ ৭০ রান যোগ করেন। তাঁদের ব্যাটে ভর করেই ৪৪৫ রান তুলল অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে ৬ উইকেট বুমরার। তিনি ছাড়া আর কোনও বোলার সে ভাবে সমস্যায় ফেলতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ২ উইকেট নিয়েছেন সিরাজ। একটি করে উইকেট আকাশ দীপ এবং নীতীশ কুমার রেড্ডি। তবে আকাশের বোলিং নজর কেড়েছে। তিনি একটি মাত্র উইকেট পেলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেগ দিচ্ছিলেন।
সিরাজকে তৃতীয় দিনের শুরুতে বল দেননি রোহিত। তাঁকে নিয়ে এলেন বেশ অনেকটাই পরে। সিরাজ নিজের প্রথম ওভারেই তুলে নিলেন লায়নের উইকেট। ২ রান করে আউট অস্ট্রেলিয়ার স্পিনার।
বৃষ্টির কারণে কিছু ক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। ভারতের হয়ে এক দিক থেকে জাডেজা এবং অন্য দিক থেকে আকাশ বল করছেন। ক্রিজ়ে ক্যারে (৬৬) এবং লায়ন (০)।
ব্রিসবেনে তৃতীয় দিনের সকালে বৃষ্টি। বন্ধ খেলা। ক্যারে ৬৪ রানে অপরাজিত। সঙ্গী নাথান লায়ন এখনও কোনও রান করেননি। ভারতের হয়ে দিনের প্রথম উইকেটটি নিয়েছেন বুমরা।
তৃতীয় দিনের শুরুতে আউট স্টর্ক। ১৮ রান করে আউট তিনি। উইকেট নিলেন সেই বুমরা। ৬ উইকেট তুলে নিলেন তিনি। অস্ট্রেলিয়ার হাতে আর ২ উইকেট।
প্রথম ওভারে বুমরার হাতেই বল তুলে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার অ্যালেক্স ক্যারে এবং মিচেল স্টার্ক ব্যাট করছেন। ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন ক্যারে। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে ভরসা দিচ্ছেন তিনি। সঙ্গী স্টার্ক ৭ রান করেছেন। ভারতের হয়ে এক দিক থেকে বুমরা এবং উল্টো দিক থেকে রবীন্দ্র জাডেজা বল করছেন।
ব্রিসবেন টেস্টের প্রথম দিনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। বৃষ্টির কারণে প্রায় গোটা দিনটাই নষ্ট হয়েছিল। দ্বিতীয় দিনে যদিও খেলা হয়। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (১০১) এবং ট্রেভিস হেড (১৫২) মিলে ২৪১ রানের জুটি গড়েন। তাঁদের জুটি ভেঙেছিলেন যশপ্রীত বুমরা। ইতিমধ্যেই ৫ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। তৃতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বাকি তিনটি উইকেট দ্রুত নেওয়াই লক্ষ্য হবে বুমরাদের।