ইংল্যান্ড ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
তৃতীয় দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া।
এ বার উডের শিকার ট্রেভিস হেড। ১ রানে ফিরলেন তিনি।
ক্রিজে জমে গিয়েও ফিরে গেলেন স্মিথ। উডের বলে ১৭ রানে আউট।
ক্রিজে লাবুশেন ৩২ এবং স্মিথ ১৪ রানে।
ওয়ার্নারের খারাপ ফর্ম অব্যাহত। ওকসের বলে আউট ২৮ রান করে।
আউট উসমান খোয়াজা। উডের বলে ১৮ রানে ফিরলেন তিনি।
ক্রিজে ওয়ার্নার (৪) এবং খোয়াজা (১০)।
অস্ট্রেলিয়ার থেকে ২৭৫ রানে এগিয়ে থামল ইংল্যান্ড। মাত্র এক রানের জন্যে শতরান হাতছাড়া বেয়ারস্টোর। ৯৯ রানে অপরাজিত থাকলেন। উল্টো দিকে জেমস অ্যান্ডারসন আউট হয়ে গেলেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হতে না হতেই থমকে গেল বৃষ্টিতে।
৬ রানে ফিরলেন ইংল্যান্ডের ব্যাটার।
প্রথম বলেই সাজঘরে ফিরলেন ইংরেজ বোলার।
৬১ রানে ফিরলেন ইংরেজ ব্যাটার।
এ বার ৫০-এর কোঠা পেরোলেন ব্রুকও।
৫১ রানে ফিরলেন ইংরেজ অধিনায়ক।
পঞ্চাশ করলেন বেন স্টোকস। ইংল্যান্ড ৪৩৭-৪। এগিয়ে ১২০ রানে।
ইংল্যান্ড ৩৮৪/৪। উইকেটে রয়েছেন ব্রুক (১৪) এবং স্টোকস (২৪)।