প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেট পড়ার পরে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই
বৃষ্টির জেরে আবার বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকল।
মহম্মদ সিরাজ়ের বলে বোল্ড হয়ে ফিরলেন দ্য সিলভা। ১০ রান করে আউট তিনি।
চা বিরতির পরেই ভারতকে উইকেট এনে দিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর বল জার্মেইন ব্ল্য়াকউডের ব্যাটের কানায় লেগে স্লিপে যায়। বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন অজিঙ্ক রাহানে। ১৭৮ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ উইকেট পড়ল। ব্ল্যাকউড ২০ রান করে আউট হলেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্য়াটার জার্মেইন ব্ল্যাকউড ১৬ ও আলিক আথানেজ় ১৩ রান করে খেলছেন।
অশ্বিনের বলে ৭৫ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় উইকেটের পতন।
অধিনায়ক ব্রেথওয়েট ৬৮ ও জার্মেইন ব্ল্যাকউড ১২ রান করে খেলছেন। অনেক চেষ্টা করেও জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।
ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট অর্ধশতরান করলেন। ১৭০ বলে নিজের ৫০ পূর্ণ করেন তিনি।
বৃষ্টির কারণে আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের রান দুই উইকেটে ১১৭।
মুকেশের উইকেট নেওয়ার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে।
অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেট নিলেন বাংলার মুকেশ কুমার। ৩২ রানের মাথায় ম্যাকেঞ্জিকে আউট করলেন তিনি। মুকেশের বল ম্যাকেঞ্জির ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ঈশান কিশনের কাছে যায়। ওয়েস্ট ইন্ডিজ়ের রান দুই উইকেটে ১১৭।
ভাল খেলছেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি। ব্রেথওয়েট ৪৫ ও ম্যাকেঞ্জি ৩২ রান করে ব্যাট করছেন। উইকেট নিতে পারছেন না ভারতীয় বোলারেরা।
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের খেলা চলছে। দলের রান এক উইকেটে ৮৬। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৩৭ ও অভিষেককারী কির্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ব্যাট করছেন।