অর্ধশতরানের পথে রুতুরাজ গায়কোয়াড়। ছবি: পিটিআই।
চার উইকেটে মুম্বইকে হারাল চেন্নাই।
১৭ রান করে রান আউট হলেন জাডেজা।
ওপেন করতে নেমে দায়িত্ব নিয়ে খেললেন রাচিন। ৪২ বলে অর্ধশতরান করলেন তিনি। ধীরে ধীরে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন রাচিন।
উইল জ্যাকসের বলে ৪ রানে আউট স্যাম কারেন।
তৃতীয় উইকেট নিলেন ভিগ্নেশ। আরও এক ব্যাটার তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন। ৩ রান করে আউট হুডা। ১০৭ রানে চতুর্থ উইকেট হারাল চেন্নাই।
রুতুরাজের পর শিবম দুবেকেও আউট করলেন ভিগ্নেশ। ৯ রান করলেন শিবম। ৯৫ রানে তৃতীয় উইকেট হারাল চেন্নাই।
অর্ধশতরান করে অনামী ভিগ্নেশ পুথুরের বলে আউট হলেন রুতুরাজ। ৫৩ রান করেছেন তিনি। ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই।
মাত্র ২২ বলে অর্ধশতরান করলেন রুতুরাজ গায়কোয়াড়। ফর্মে রয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।
ভাল খেলছেন অধিনায়ক রুতুরাজ। ১৯ বলে ৪২ রান করেছেন তিনি। অপর প্রান্তে ১৬ রান করে খেলছেন রাচিন।
রুতুরাজ গায়কোয়াড় ১৮ ও রাচিন রবীন্দ্র ১৪ রানে ব্যাট করছেন।
দীপক চহরের বলে ২ রানে আউট হলেন ত্রিপাঠী। ১১ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই।
রোহিত শর্মাকে বসিয়ে ভিগ্নেশ পুথুরকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে নিল মুম্বই। ভিগ্নেশের জন্ম কেরলে। বাঁহাতি স্পিনার কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন।
১৫৪ রানে শেষ হল মুম্বইয়ের ইনিংস। শেষ দিকে ১৫ বলে ২৮ রান করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে গেলেন দীপক চহর।
১৪১ রানে নবম উইকেট হারাল মুম্বই।
১১ রানের মাথায় নেথান এলিসের বলে আউট হলেন স্যান্টনার। ১২৮ রানে অষ্টম উইকেট হারাল মুম্বই।
নমন ধীরকে ১৭ রানের মাথায় বোল্ড করলেন নুর। চতুর্থ উইকেট নিলেন তিনি। ১১৮ রানে সপ্তম উইকেট হারাল মুম্বই।
আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নুর আহমেদের বল বুঝতেই পারছেন না মুম্বইয়ের ব্যাটারেরা। ৩১ রানের মাথায় তিলক বর্মাকে আউট করলেন নুর। তৃতীয় উইকেট নিলেন তিনি। ৯৬ রানে ৬ উইকেট হারাল মুম্বই।
আরও একটি উইকেট পড়ল মুম্বইয়ের। নুর আহমেদের বলে বড় শট মারতে গিয়ে ৩ রানের মাথায় আউট হলেন রবিন মিঞ্জ। ৯৫ রানে ৫ উইকেট হারাল মুম্বই।
মুম্বইকে বড় ধাক্কা দিলেন নুর আহমেদ। তাঁর বল ব্যাটে লাগাতে পারেননি সূর্য। ক্রিজ় থেকে বেরিয়ে যায় তাঁর পা। সূর্য ক্রিজ়ে ঢোকার আগেই স্টাম্প আউট করে দেন ধোনি। ২৯ রান করে আউট সূর্য। ৮৭ রানে চতুর্থ উইকেট হারাল মুম্বই।
তিন উইকেট পড়ার পর দলকে টেনে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার ও তিলক। ৯ ওভারে শেষে রান ৭৬। সূর্য ২৬ ও তিলক ২৪ রান করে খেলছেন।