CSK VS MI Live in IPL 2025

রুতুরাজ, রাচিনের অর্ধশতরান, মুম্বইকে কোন পথে হারাল চেন্নাই

আইপিএলের দ্বিতীয় দিনই সবচেয়ে বড় ম্যাচ। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। আরও এক বার হলুদ জার্সিতে খেলতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:০৬
অর্ধশতরানের পথে রুতুরাজ গায়কোয়াড়।

অর্ধশতরানের পথে রুতুরাজ গায়কোয়াড়। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:০৬ key status

চেন্নাইয়ের জয়

চার উইকেটে মুম্বইকে হারাল চেন্নাই।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:০২ key status

আউট রবীন্দ্র জাডেজা

১৭ রান করে রান আউট হলেন জাডেজা। 

Advertisement
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:৫৬ key status

অর্ধশতরান রাচিন রবীন্দ্রের

ওপেন করতে নেমে দায়িত্ব নিয়ে খেললেন রাচিন। ৪২ বলে অর্ধশতরান করলেন তিনি। ধীরে ধীরে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন রাচিন। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:৩৮ key status

পঞ্চম উইকেট হারাল চেন্নাই

উইল জ্যাকসের বলে ৪ রানে আউট স্যাম কারেন। 

Advertisement
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:২৮ key status

আউট দীপক হুডা

তৃতীয় উইকেট নিলেন ভিগ্নেশ। আরও এক ব্যাটার তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন। ৩ রান করে আউট হুডা। ১০৭ রানে চতুর্থ উইকেট হারাল চেন্নাই। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:১৯ key status

জোড়া উইকেট ভিগ্নেশের

রুতুরাজের পর শিবম দুবেকেও আউট করলেন ভিগ্নেশ। ৯ রান করলেন শিবম। ৯৫ রানে তৃতীয় উইকেট হারাল চেন্নাই। 

Advertisement
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:১০ key status

আউট রুতুরাজ

অর্ধশতরান করে অনামী ভিগ্নেশ পুথুরের বলে আউট হলেন রুতুরাজ। ৫৩ রান করেছেন তিনি। ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২২:০৫ key status

রুতুরাজের অর্ধশতরান

মাত্র ২২ বলে অর্ধশতরান করলেন রুতুরাজ গায়কোয়াড়। ফর্মে রয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:৫৯ key status

পাওয়ার প্লে শেষে চেন্নাই ৬২/১

ভাল খেলছেন অধিনায়ক রুতুরাজ। ১৯ বলে ৪২ রান করেছেন তিনি। অপর প্রান্তে ১৬ রান করে খেলছেন রাচিন। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:৪৮ key status

৪ ওভারে চেন্নাইয়ের রান ১ উইকেট হারিয়ে ৩৫

রুতুরাজ গায়কোয়াড় ১৮ ও রাচিন রবীন্দ্র ১৪ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:৩৮ key status

আউট রাহুল ত্রিপাঠী

দীপক চহরের বলে ২ রানে আউট হলেন ত্রিপাঠী। ১১ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:২৯ key status

মুম্বইয়ের ইমপ্যাক্ট ক্রিকেটার

রোহিত শর্মাকে বসিয়ে ভিগ্নেশ পুথুরকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে নিল মুম্বই। ভিগ্নেশের জন্ম কেরলে। বাঁহাতি স্পিনার কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:১২ key status

মুম্বইয়ের ইনিংস শেষ

১৫৪ রানে শেষ হল মুম্বইয়ের ইনিংস। শেষ দিকে ১৫ বলে ২৮ রান করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে গেলেন দীপক চহর। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:০৬ key status

আউট ট্রেন্ট বোল্ট

১৪১ রানে নবম উইকেট হারাল মুম্বই।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২১:০১ key status

আউট স্যান্টনার

১১ রানের মাথায় নেথান এলিসের বলে আউট হলেন স্যান্টনার। ১২৮ রানে অষ্টম উইকেট হারাল মুম্বই।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৫১ key status

চতুর্থ উইকেট নিলেন নুর

নমন ধীরকে ১৭ রানের মাথায় বোল্ড করলেন নুর। চতুর্থ উইকেট নিলেন তিনি। ১১৮ রানে সপ্তম উইকেট হারাল মুম্বই। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৩৯ key status

নুরের তৃতীয় উইকেট

আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নুর আহমেদের বল বুঝতেই পারছেন না মুম্বইয়ের ব্যাটারেরা। ৩১ রানের মাথায় তিলক বর্মাকে আউট করলেন নুর। তৃতীয় উইকেট নিলেন তিনি। ৯৬ রানে ৬ উইকেট হারাল মুম্বই।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৩৩ key status

মুম্বইয়ের অর্ধেক দল সাজঘরে

আরও একটি উইকেট পড়ল মুম্বইয়ের। নুর আহমেদের বলে বড় শট মারতে গিয়ে ৩ রানের মাথায় আউট হলেন রবিন মিঞ্জ। ৯৫ রানে ৫ উইকেট হারাল মুম্বই। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:২৬ key status

আউট সূর্যকুমার

মুম্বইকে বড় ধাক্কা দিলেন নুর আহমেদ। তাঁর বল ব্যাটে লাগাতে পারেননি সূর্য। ক্রিজ় থেকে বেরিয়ে যায় তাঁর পা। সূর্য ক্রিজ়ে ঢোকার আগেই স্টাম্প আউট করে দেন ধোনি। ২৯ রান করে আউট সূর্য। ৮৭ রানে চতুর্থ উইকেট হারাল মুম্বই। 

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:১৫ key status

জুটি বেঁধেছেন সূর্যকুমার-তিলক

তিন উইকেট পড়ার পর দলকে টেনে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার ও তিলক। ৯ ওভারে শেষে রান ৭৬। সূর্য ২৬ ও তিলক ২৪ রান করে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন