যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পরে আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে ম্যাচ জেতে ভারত।
বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ। পিচ ঢাকা হয়েছে কভারে।
প্রথম বলেই শূন্য রানের মাথায় আউট তিলক বর্মা। পর পর দু’বলে দু’উইকেট নিলেন ইয়ং।
২৪ রান করে ক্রেগ ইয়ংয়ের বলে আউট যশস্বী। ভারতের প্রথম উইকেটের পতন।
ক্রিজে রয়েছেন ভারতের দুই ওপেনার। যশস্বী জয়সওয়াল ২৪ ও রুতুরাজ গায়কোয়াড় ১৮ রানে ব্যাট করছেন।
২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে শেষ আয়ারল্যান্ডের ইনিংস।
৩২ বলে অর্ধশতরান করলেন ম্যাকার্থি। তাঁর ব্য়াটে লড়াই করার মতো রান করল আয়ারল্যান্ড।
ভাল খেলছিলেন ক্যাম্ফার। তিনিই দলের রান ১০০ পার করান। অবশেষে ৩৯ রান করে আরশদীপ সিংহের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
১৬ রান করে বিষ্ণোইয়ের বলে আউট মার্ক আডেইর। আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ল।
প্রসিদ্ধের বলে এ বার ১ রান করে আউট জর্জ ডকরেল। আয়ারল্যান্ডের পঞ্চম উইকেট পড়ল।
রবি বিষ্ণোইয়ের প্রথম ওভারেই আউট আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। ১১ রান করে আউট তিনি।
নিজের টি-টোয়েন্টি অভিষেকে উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৯ রান করে তাঁর বলে আউট হ্যারি টেক্টর। তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড।
প্রথম ওভারেই জোড়া উইকেট নিলেন ভারত অধিনায়ক। এ বার আউট হলেন লোরকান টাকার।
১১ মাস পরে দলে ফিরে দ্বিতীয় বলেই উইকেট নিলেন বুমরা। তাঁর বলে বোল্ড হলেন অ্যান্ড্রু বালবির্নি।
টস জিতলেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। প্রথমে বল করবে ভারত।