West Indies

সুযোগ পাচ্ছেন না কলকাতার প্রথম একাদশে, দেশের নেতৃত্ব থেকেও ছাঁটাই ক্যারিবিয়ান অলরাউন্ডার

ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন রভমন পাওয়েল। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল শাই হোপকে। আইপিএলে পাওয়েল রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৬:০৯
Rovman Powell

রভমান পাওয়েল। —ফাইল চিত্র।

দায়িত্ব থেকে ছাঁটাই রভমন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল শাই হোপকে। আইপিএলে পাওয়েল রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে। কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের টেস্ট দলের নেতৃত্বেও বদল। দায়িত্ব ছেড়েছেন ক্রেগ ব্রেথওয়েট।

Advertisement

৩২ বছরের ব্রেথওয়েট চার বছর ধরে দেশের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২০২১ সালে জেসন হোল্ডারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। এ বার দায়িত্ব ছাড়লেন ব্রেথওয়েট। লাল বলের ক্রিকেটে তাঁর জায়গায় কে নেতৃত্ব দেবেন তা এখনও জানায়নি ওয়েস্ট ইন্ডিজ়।

সাদা বলের ক্রিকেটে এত দিন দু’জন অধিনায়ক ছিল ক্যারিবিয়ান দলে। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন পাওয়েল। এক দিনের ক্রিকেটে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন হোপ। এ বার পাওয়েলকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে পুরোপুরি দায়িত্ব দেওয়া হল হোপকে। এখন থেকে এক দিনের ক্রিকেটের সঙ্গে টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দেবেন তিনি।

জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ়। সেই সিরিজ় দিয়েই শুরু হবে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার আগে টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ়। বোর্ডের এক কর্তা বলেন, “কয়েক দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ক্রেগ ব্রেথওয়েট এত বছর ধরে নেতৃত্ব দিচ্ছে। দলের প্রতি ওর দায়বদ্ধতা ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট মনে রেখে দেবে।” ব্রেথওয়েটের নেতৃত্বেই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ব্রিসবেনে গত বছর আট রানে জিতেছিল তারা। এই বছর পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বছর পর টেস্ট জয়ও এসেছিল ব্রেথওয়েটের নেতৃত্বেই। ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে দু’টি টেস্টে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। বাংলাদেশের বিরুদ্ধেও সিরিজ় জিতেছিল তারা।

Advertisement
আরও পড়ুন