মনোজ কুমারকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন শাহরুখ? ছবি: সংগৃহীত।
প্রয়াত মনোজ কুমার। শুক্রবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বলিউডের তারকারা বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তবে এক সময়ে বলিউডের বাদশাহ, অর্থাৎ শাহরুখ খানের উপর রুষ্ট হয়েছিলেন তিনি। একটি মামলাও দায়ের করেছিলেন শাহরুখের বিরুদ্ধে।
বেশ কিছু দেশাত্মবোধক ছবিতে অভিনয় করে দেশপ্রেমিক পরিচিতি অর্জন করেছিলেন মনোজ। তাঁর ঘনিষ্ঠদের মত, স্পষ্ট কথা বলতে ভালবাসতেন তিনি। ২০০৭ সালে শাহরুখের সঙ্গে তরজায় জড়িয়েছিলেন অভিনেতা। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি থেকে বিতর্কের সূত্রপাত। ফারহা খান পরিচালিত এই ছবিতে একটি জায়গায় মনোজ কুমারকে নকল করেছিলেন শাহরুখ।
মনোজের অভিযোগ ছিল, ছবিতে তাঁকে নিয়ে ব্যঙ্গ করে অপমান করা হয়েছে। বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি প্রয়াত অভিনেতা। ২০০৮ সালে এই ছবির নির্মাতা ও শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মামলা দায়ের করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, অবিলম্বে এই ছবি থেকে ওই দৃশ্য মুছে ফেলতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
এই ঘটনার পরে মনোজ কুমারের আইনজীবী জানিয়েছিলেন, শাহরুখ নাকি ইমেলের মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন। ছবিটি জাপানেও মুক্তি পেয়েছিল। জাপানে মুক্তিপ্রাপ্ত সংস্করণে ওই বিতর্কিত দৃশ্যটি রেখে দেওয়া হয়েছিল। সেই নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন মনোজ। তবে ২০১৩ সালে এই মামলা তুলে নিয়েছিলেন মনোজ কুমার।