Virat Kohli

Virat Kohli-Ravi Shastri: কোহলী-শাস্ত্রী জুটির রিপোর্ট কার্ড পেশ করে পুরো নম্বর কি দিতে পারলেন কপিল দেব

কপিলের মতে, গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটকে বেশ কিছু সাফল্য এনে দিয়েছেন কোহলী-শাস্ত্রী জুটি। কিন্তু তার পরেও পুরো নম্বর দিতে পারছেন না কপিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১২:৪৫
বিসিসিআই-এর অনুষ্ঠানে কোহলী ও শাস্ত্রীর সঙ্গে কপিল।

বিসিসিআই-এর অনুষ্ঠানে কোহলী ও শাস্ত্রীর সঙ্গে কপিল। ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের পদ ছেড়েছেন রবি শাস্ত্রী। অন্য দিকে টি২০ অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলী। গত প্রায় পাঁচ বছর ধরে এই জুটিই ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন। কেমন ছিল সেই সময়। ভারতীয় দলের অধিনায়ক-কোচ হিসাবে এই জুটি কতটা সফল, তার রিপোর্ট পেশ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব

কপিলের মতে, গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটকে বেশ কিছু সাফল্য এনে দিয়েছেন কোহলী-শাস্ত্রী জুটি। কিন্তু তার পরেও তাঁদের পুরো নম্বর দিতে পারছেন না কপিল। কারণ, আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতা। দ্বিপাক্ষিক সিরিজে দাপট দেখালেও এই সময়ের মধ্যে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। বিশেষ করে সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপকে ভারতের সাম্প্রতিক ইতিহাসে সব থেকে বড় ব্যর্থতা বলে উল্লেখ করেছেন কপিল।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, ‘‘আমার মনে হয় ওরা দুর্দান্ত কাজ করেছে। গত পাঁচ বছরে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। আইসিসি ট্রফি জেতা ছাড়া সব সাফল্য এসেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে ভারত।’’

তবে আইসিসি ট্রফি না জেতায় কোহলীদের নম্বর কেটেছেন কপিল। তিনি বলেন, ‘‘আইসিসি ট্রফি জিততে না পারায় কোহলীদের পুরো নম্বর দিতে পারছি না। ১০০-র মধ্যে ওদের ৯০ দেব। ১০ নম্বর কাটব। অবশ্য ভারতীয় ক্রিকেট আরও উন্নত হয়েছে এই কয়েক বছরে।’’

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের পারফরম্যান্সে হতাশ কপিল। তিনি বলেন, ‘‘২০০৭ সালের এক দিনের বিশ্বকাপের পরে এত খারাপ কোনও দিন খেলেনি ভারত। বিশ্বকাপের নকআউটে উঠে হেরে গেলে মেনে নেওয়া যায়। কিন্তু নকআউটে উঠতে না পারলে সমালোচনা তো হবেই।’’

আরও পড়ুন
Advertisement