Jos Buttler

এক দিন, টি-টোয়েন্টির অধিনায়ক, অথচ ইংল্যান্ডের টেস্ট দলে ফিরতেই চান না বাটলার! কেন?

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কিন্তু তিনি টেস্ট দলে খেলতে চান না। কেন লাল বলের ক্রিকেট খেলতে চান না বাটলার? কী বলছেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৮:০৮
ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হলেও লাল বলের ক্রিকেট খেলতে চান না জস বাটলার।

ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হলেও লাল বলের ক্রিকেট খেলতে চান না জস বাটলার। —ফাইল চিত্র

তিনি ইংল্যান্ডের এক দিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। অথচ ইংল্যান্ডের টেস্ট দলে দেখা যাচ্ছে না জস বাটলারকে। তিনি নাকি লাল বলের ক্রিকেটে খেলতেও চান না। কেন?

একটি সাক্ষাৎকারে বাটলার বলেছেন, ‘‘সত্যি বলতে এখন যেটা করছি সেটা নিয়েই আমি আনন্দে আছি। সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে খুব বড় ব্যাপার। এই চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। তাই টেস্ট দলে খেলব কি না সেটা নিয়ে এখনও কিছু ভাবিনি। দেখা যাক কী হয়? তবে আমার খুব বেশি আগ্রহ নেই।’’

Advertisement

কেন আগ্রহ নেই বাটলারের? কারণ, সামনে এক দিনের বিশ্বকাপ। সে দিকেই মন দিতে চান বাটলার। তিনি বলেছেন, ‘‘সামনের বছর এক দিনের বিশ্বকাপ। সে দিকেই নজর রাখছি। দল থেকে বেন স্টোকস, ইয়ন মর্গ্যানের মতো অনেকে অবসর নিয়েছে। তাই আমার উপর দায়িত্ব বেশি। ভারতে বিশ্বকাপ জেতা কঠিন চ্যালেঞ্জ। আপাতত সে দিকেই নজর দিতে চাই।’’

প্রতিযোগিতার অনেক আগে থেকেই একটি দল তৈরি করে ফেলতে চান বাটলার। সেই প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিতে চান তিনি। ইংল্যান্ডের সাদা দলের ক্রিকেটের অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের সামনে কঠিন লড়াই। একটা দল তৈরি করতে হবে। তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। দলের ভারসাম্য যাতে ঠিক থাকে, তার জন্য এখন থেকেই তৈরি হতে হবে।’’

২০১৪ সালে ইংল্যান্ডের টেস্ট দলে অভিষেক হয়েছিল বাটলারের। ৫৭টি টেস্ট খেলে ২৯০৭ রান করেছেন তিনি। তার মধ্যে ২টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে। গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলতে নেমেছিলেন বাটলার। তার পরে আর ইংল্যান্ডের টেস্ট দলে দেখা যায়নি তাঁকে। কবে দেখা যাবে তার নিশ্চয়তা নেই।

Advertisement
আরও পড়ুন