BGT 2024-25

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে আর একটি নজির বুমরাহের, ভাঙলেন বেদীর ৪৬ বছরের পুরনো রেকর্ড

লাল বলের ক্রিকেটে আরও একটি নজির গড়লেন বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে গড়া বেদীর একটি রেকর্ড ভেঙে দিলেন। নজির গড়ার পর চোটের জন্য মাঠ ছাড়তে হয়েছে বুমরাহকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১০:১২
picture of Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

সিডনিতে নতুন রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ। ভেঙে দিলেন বিষাণ সিংহ বেদীর ৪৬ বছরের পুরনো রেকর্ড। শনিবার অস্ট্রেলীয় ব্যাটার মার্নাস লাবুশেনকে আউট করে টেস্ট ক্রিকেটে আরও একটি নজির গড়লেন বুমরাহ।

Advertisement

ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। সিডনিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে বুমরাহের উইকেট সংখ্যা ৩২টি। ১৯৭৭-৭৮ মরসুমে বেদী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরি‌জ়ে ৩১টি উইকেট নিয়েছিলেন। শনিবার লাবুশেনকে আউট করে ভারতের প্রাক্তন স্পিনারের ৪৬ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরাহ।

নজির গড়ার কিছুক্ষণ পরই বুমরাহকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। চোটের জন্য মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। বুমরাহকে সিডনির এক হাসপাতালে নিয়ে গিয়েছেন ভারতীয় দলের চিকিৎসক। তাঁর চোটের জায়গায় স্ক্যান করানো হবে। তবে কোথায় এবং কী ভাবে বুমরাহ চোট পেয়েছেন, তা জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে।

গত এক বছর ধরেই ভাল ফর্মে রয়েছেন বুমরাহ। ২০২৪ সালে ১৩টি টেস্ট খেলে ৭১টি উইকেট নেন বুমরাহ। বিশ্বের সব বোলারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন। এই সিরিজ়েই তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন। ভারতীয় দলের সফলতম বোলার তিনিই।

Advertisement
আরও পড়ুন