IPL 2024

৩ ক্রিকেটার: আইপিএলের নিলামে ‘নিজেদের দল’ থেকেই নিতে চাইবে ধোনির চেন্নাই, কারা তাঁরা?

তিন জন বিদেশি ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিয়েছে চেন্নাই। তাঁদের পরিবর্তে অন্য তিন জন ক্রিকেটারকে দলে চাইছেন কোচ ফ্লেমিং। নিলামে নির্দিষ্ট ক্রিকেটারদের জন্য ঝাঁপাতে চায় সিএসকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:১৫
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে সব ফ্র্যাঞ্চাইজ়ির লক্ষ্য থাকবে শক্তিশালী দল তৈরি। পরিকল্পনা মতো সব ফ্র্যাঞ্চাইজ়িই কিছু ক্রিকেটার ছেড়ে দিয়েছে। সেই জায়গায় নতুন ক্রিকেটার কেনা হবে নিলাম থেকে। ১৯ ডিসেম্বরের নিলামের জন্য পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।

Advertisement

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগে সাফল্য পাওয়া তিন ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা করেছেন সিএসকে কর্তৃপক্ষ। গত বারের চ্যাম্পিয়নেরা তিন জন বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে এ বার। তাঁদের পরিবর্ত হিসাবে কাদের নেওয়া হবে, তা ঠিক করে নিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। নিলামে নির্দিষ্ট ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবেন চেন্নাই কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস, সিসান্ডা মাগালা এবং নিউ জ়িল্যান্ডের কাইল জেমিসনকে এ বার আর দলে রাখেনি চেন্নাই। তাঁদের পরিবর্তে জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলা তিন ক্রিকেটারকে আইপিএলের হলুদ জার্সি পরাতে চায় সিএসকে।

১৯ ডিসেম্বরের নিলামে সিএসকে কর্তৃপক্ষের নজর থাকবে দক্ষিণ আফ্রিকার তরুণ জোরে বোলার জেরাল্ড কোয়েৎজ়ির দিকে। এক দিনের বিশ্বকাপে ভারতের মাটিতে বেশ ভাল বল করেছেন কোয়েৎজ়ি। আটটি ম্যাচে নিয়েছিলেন ২০টি উইকেট। তিনিই ছিলেন দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার। ২৩ বছরের বোলারের বলের গতিও বেশ ভাল। তাঁর ব্যাটের হাতও যথেষ্ট ভাল। সাত-আট নম্বরে নেমে দ্রুত রান তুলতে পারেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ন’ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে।

দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটারকে নেওয়া লক্ষ্য রয়েছে সিএসকের। তিনি লিজ়াদ উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে থাকলেও একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন উইলিয়ামস। বাংলাদেশের বিরুদ্ধে ৫৬ রান ২ উইকেট নিয়েছিলেন। তাই ভারতের উইকেটে ততটা পরীক্ষিত নন তিনি। দেশের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন দু’টি টেস্ট, দু’টি এক দিনের ম্যাচ এবং ন’টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে তিনটি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন। ২৯ বছরের বোলার ২০ ওভারের ক্রিকেটে বিশেষজ্ঞ হিসাবেই পরিচিত। তাই তিনি রয়েছেন ফ্লেমিংয়ের পরিকল্পনায়।

তৃতীয় যে ক্রিকেটারের দিকে ধোনিদের চোখ থাকবে তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের আলজ়ারি জোসেফ। ক্রিকেটপ্রেমীদের কিছুটা অবাক করেই তাঁকে ছেড়ে দিয়েছে গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। গত দুই মরসুমে ১৪টি ম্যাচ খেলে হার্দিক পাণ্ড্যর দলের হয়ে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও যথেষ্ট সফল জোসেফ। ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের তরুণ জোরে বোলারকে নিয়ে দলের বোলিং শক্তি বৃদ্ধি করতে চাইছেন সিএসকে কোচ।

আরও পড়ুন
Advertisement