Rohit Sharma

কেমন অধিনায়ক রোহিত? ম্যাচ জেতানো ইনিংস খেলে মুখ খুললেন যশস্বী

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন যশস্বী। অন্য দিকে, দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে আউট রোহিত। অধিনায়ককে নিয়ে মুখ খুলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:১৩
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের মুখে অধিনায়কের প্রশংসা। তাঁর বক্তব্য, দলে রোহিত শর্মার মতো সিনিয়র থাকলে তরুণ ক্রিকেটারেরা খোলা মনে খেলতে পারেন। সেটাই তাঁর মতো জুনিয়রদের ভাল পারফরম্যান্সের অন্যতম কারণ।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি যশস্বী। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দলের জয়ে। ৫টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন তরুণ ব্যাটার। ১৭৩ রান তাড়া করতে নামা ভারতীয় দলকে ভাল জায়গায় পৌঁছে দেয় যশস্বীর ইনিংস। ইনিংসের আগে অধিনায়ক কি বলেছিলেন? যশস্বী বলেছেন, ‘‘অধিনায়ক আমাকে বলেছিল, ‘মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলা খেল।’ আমাকে নিজের পছন্দ মতো শট খেলার কথা বলেছিল রোহিত ভাই। অধিনায়ক সব সময় আমাদের সঙ্গে থাকে এবং আমাদের সুবিধা-অসুবিধার খবর রাখে। আমার মতে ওর মতো সিনিয়রকে পাশে পাওয়া অবিশ্বাস্য।’’

রোহিত রবিবারও শুরুতে আউট হয়ে যাওয়ায় বিরাট কোহলির সঙ্গে বেশ কিছুটা সময় ২২ গজে কাটিয়েছেন যশস্বী। কোহলির সঙ্গে তাঁকে বেশ কয়েক বার কথা বলতেও দেখা গিয়েছে। তা নিয়ে তরুণ ওপেনার প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলেছেন, ‘‘বিরাট ভাইয়ের সঙ্গে খেলা সব সময় আনন্দের এবং সম্মানের। কী ভাবে খেলব, কোথায় কোথায় শট মারতে পারি, তা নিয়ে কথা বলছিলাম।’’ অর্থাৎ দলের দুই সিনিয়রতম সদস্যের সান্নিধ্যেই অভিভূত যশস্বী। রবিবার ম্যাচ জেতানো ইনিংস খেলার পর তাঁর কথাতেই বিষয়টি স্পষ্ট।

আরও পড়ুন
Advertisement