Rohit Sharma

Rohit Sharma: ভয় কাজ করছে কি? সতীর্থদের সম্প্রীতি ধরে রাখার কড়া বার্তা দিয়ে রাখলেন রোহিত শর্মা

বিরাট কোহলীকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্কে কান দিতে রাজি নন রোহিত শর্মা। তাই গোটা দলকে সম্প্রীতি ধরে রাখার বার্তা দিলেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ২০:৩৮
রোহিত শর্মা।

রোহিত শর্মা। ফাইল ছবি

কোন পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে, খুব ভাল করে জানেন। কিন্তু বিরাট কোহলীকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে কান দিতে রাজি নন রোহিত শর্মা। তবু একটা ভয় হয়ত কাজ করছে। তাই গোটা দলকে সম্প্রীতি ধরে রাখার কড়া বার্তা দিয়ে রাখলেন রোহিত।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক বলেন, তিনি চান তাঁর দলের ক্রিকেটারদের মধ্যে যেন একটা মজবুত বন্ধন থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েব সাইটে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘‘ক্রিকেটাররা সবাই জানে, যখন বড় কোনও প্রতিযোগিতা হয়, তখন মাঠের বাইরে নানা কথা হয়। তাই আমাদের হাতে যেটুকু আছে, সেটাতেই মন দেওয়া উচিত। নিজেদের সেরাটা দেওয়া উচিত। মাঠে নেমে জেতা উচিত। বাইরে কী কথা হচ্ছে, সেগুলো আমাদের কাছে অর্থহীন। দলকে এই বার্তাই দিতে চাই।’’

Advertisement

দলে পরস্পরের মধ্যে সুসম্পর্ক রাখা কতটা জরুরি, সে কথা সতীর্থদের মনে করিয়ে দিয়ে রোহিত বলেন, ‘‘আমরা নিজেরা দলের বাকিদের সম্পর্কে কী ভাবছি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে দৃঢ় বন্ধন থাকা প্রয়োজন। সেটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।’’

আলাদা করে তাঁর উপর কোনও চাপ থাকবে কি না জানতে চাওয়া হলে রোহিত বলেন, ‘‘ভারতের হয়ে ক্রিকেট খেলা মানেই বিরাট চাপ থাকবে। ইতিবাচক, নেতিবাচক নানা কথা সারাক্ষণ চলতে থাকবে। আমি মনে করি, মন দিয়ে নিজের কাজ করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। লোকে কী বলছে, সে দিকে মন দেওয়ার কোনও মানে হয় না। কারণ, সেটা আমার হাতে নেই। এটা আমি লক্ষ বার বলেছি। আবার বলব।’’

আরও পড়ুন
Advertisement