ICC Ranking

কোহলি ২২, রোহিত ২৬! টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট পতন, পিছিয়েই চলেছেন ভারতের দুই মহাতারকা

ফর্মে নেই রোহিত এবং কোহলি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও রান পাননি ভারতের দুই সিনিয়র ব্যাটার। তার প্রভাব পড়েছে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকাতেও। নেমেই চলেছেন দু’জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:৪৩
picture of virat kohli and Rohit Sharma

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খারাপ পারফরম্যান্সের মূল্য দিতে হল ভারতীয় ব্যাটারদের। বিরাট কোহলি, রোহিত শর্মারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় আরও নেমে গিয়েছেন। ব্যতিক্রম ঋষভ পন্থ এবং শুভমন গিল।

Advertisement

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যেও জায়গা হয়নি কোহলির। আট ধাপ নেমে কোহলি এখন ২২ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৫। কিউয়িদের বিরুদ্ধে রান না পাওয়ার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককেও। দু’ধাপ নেমে রোহিত রয়েছেন ২৬ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬২৯। ভারতের দুই সিনিয়র ব্যাটারই ক্রমতালিকায় নেমে চলেছেন।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ভারতের সফলতম ব্যাটার ছিলেন পন্থ। তিনটি টেস্টে ৪৩.৫০ গড়ে করেছেন ২৬১ রান। তিনটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। বেঙ্গালুরুতে ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল তাঁর। ধারাবাহিকতার সুফল পেয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় পাঁচ ধাপ এগিয়ে তিনি রয়েছেন ছয় নম্বরে। পন্থের রেটিং পয়েন্ট ৭৫০। ক্রমতালিকায় এগিয়েছেন শুভমনও। চার ধাপ এগিয়ে তিনি রয়েছেন ১৬তম স্থানে। শুভমনের রেটিং পয়েন্ট ৬৮০। ভারতের আর কোনও ব্যাটার ক্রমতালিকায় উন্নতি করতে পারেননি। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এক ধাপ পিছিয়ে চার নম্বরে রয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৭।

ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯০৩। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৪। এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৮।

ভারতের বোলারদের মধ্যে ক্রমতালিকায় এগিয়েছেন রবীন্দ্র জাডেজা। তৃতীয় টেস্টে ১০ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন জাডেজা। দু’ধাপ এগিয়ে টেস্ট বোলারদের ক্রমতালিকায় জাডেজা এখন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮০২। এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রেটিং পয়েন্ট ৮১৫। ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলা কিউয়ি স্পিনার অজাজ পটেল মুম্বইয়ে ১১ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে এসেছেন। বোলারদের ক্রমতালিকায় তিনি এই মুহূর্তে ২২তম স্থানে।

Advertisement
আরও পড়ুন