Ravichandran Ashwin

বাংলাদেশ সিরিজ়ের চার দিন আগে অশ্বিনের মুখে অবসর! ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অফস্পিনার

আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন অশ্বিন। ভারতের টেস্ট দলের অন্যতম ভরসা তিনি। বাংলাদেশ সিরিজ়ের আগে তিনিই মুখ খুলেছেন অবসর নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০২
picture of Ravichandran Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর চার দিন আগে অবসরের কথা রবিচন্দ্রন অশ্বিনের মুখে। অভিজ্ঞ অফস্পিনার জানিয়েছেন নিজের ক্রিকেটজীবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তাঁর বক্তব্য, এক দিন সবাইকেই অবসর নিতে হবে।

Advertisement

অশ্বিন আরও কিছু দিন দেশের হয়ে খেলতে চান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। ফর্মেও রয়েছেন। স্বভাবতই অবসর নিয়ে ভাবছেন না এখনই। এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ‘‘এখনই অবসর নিয়ে ভাবছি না। তেমন কোনও ভাবনাও নেই। বয়স আর একটু বাড়লে কোনও এক দিন নিশ্চই ভাবব। এখনও প্রতি দিন বাড়তি কিছুটা পরিশ্রম করার কথা ভাবি। প্রতি দিন সমান যায় না। তবে শেষ ৩-৪ বছর ধরে প্রচুর পরিশ্রম করছি। এখনও অবসর নিয়ে ভাবিনি। তবে যে দিন মনে হবে আমার আর উন্নতি করার সুযোগ নেই, সে দিন হয়তো ভাবব। তখনই খেলা ছেড়ে দেব। এটুকু বলতে পারি।’’

অশ্বিনের আশা ৪০ বছর বয়স পর্যন্ত অনায়াসে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলতে পারবেন। যদিও তাঁর ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। অশ্বিন বলেছেন, ‘‘নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করিনি। অনিল কুম্বলে চান আমি তাঁর রেকর্ড ভাঙি। কিন্তু আমি প্রতি দিন নিয়ে ভাবি। এ ভাবেই বাঁচতে ভালবাসি। নির্দিষ্ট কোনও লক্ষ্যের পিছনে ছুটে ক্রিকেটের প্রতি ভালবাসা নষ্ট করতে চাই না।’’

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বার বার চোটে ভুগেছেন অশ্বিন। চোট প্রভাব ফেলেছিল তাঁর পারফরম্যান্সেও। তা নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা বলেছেন, ‘‘সেই কঠিন সময়ের পর আমার জীবন কী ভাবে বদলে গিয়েছে জানি। আমি শুধু ক্রিকেট উপভোগ করতে চাই এখন। যখন মনে হবে ক্রিকেট উপভোগ করতে পারছি না, তখনই খেলা ছেড়ে দেব।’’ তিনি আরও বলেছেন, ‘‘এখন আমরা যারা খেলছি, সকলকেই এক দিন অবসর নিতে হবে। আমাদের জায়গায় কেউ না কেউ আসবে। তারাও ভাল খেলবে। ভারতীয় ক্রিকেট তো এ ভাবেই এগিয়ে যাচ্ছে।’’

বাংলাদেশের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রথম টেস্ট অশ্বিনের ঘরের মাঠ চেন্নাইয়ে। নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ৩৭ বছরের অফস্পিনার।

আরও পড়ুন
Advertisement