(বাঁদিকে) রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। ছবি: আইসিসি।
গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে বিদায় নেন বিরাট কোহলি। রোহিত শর্মার দলও আবার সেই কেন উইলিয়ামসনের দলের সামনে। হার মানে আবার সেমিফাইনাল থেকে বিদায়। যদিও এ বার ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলার সুবিধা পাবে ভারত। মুম্বইয়ের স্পিন সহায়ক মন্থর উইকেটের কথা মাথায় রেখে সেমিফাইনালের প্রথম একাদশ বেছে নিয়েছেন দ্রাবিড়, রোহিতেরা।
যে দল নিয়ে শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে ভারত, সেই দলই বেছে নেওয়া হয়েছে সেমিফাইনালের জন্য। অর্থাৎ কোনও পরিবর্তন হয়নি ভারতের প্রথম একাদশে। দলের ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত এবং শুভমন গিল। তিন নম্বরে আসবেন কোহলি। চার নম্বরে খেলবেন শ্রেয়স আয়ার, পাঁচে সহ-অধিনায়ক লোকেশ রাহুল। ছয় নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
ব্যাটিং অর্ডারের পরের চারটি জায়গা বোলারদের জন্য। আট থেকে এগারো নম্বর পর্যন্ত নামবেন কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। অর্থাৎ, জিততে থাকা দল নিয়েই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দল সাজিয়েছে ভারতীয় শিবির।