খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রিচা ঘোষ। —ফাইল চিত্র
মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় দলের উইকেটরক্ষক রিচা ঘোষ। মাঠ ছেড়ে উঠে গেলেন তিনি। যত দূর খবর, প্রখর রোদে সানস্ট্রোক হয়েছে তাঁর। তাই চিকিৎসার জন্য সাজঘরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
এ বছর মহিলাদের এশিয়া কাপের সব খেলা হচ্ছে বাংলাদেশের সিলেটে। দিনের বেলা খেলা হওয়ায় প্রখর রোদের মধ্যেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তান ইনিংসের ১২ ওভারের পরে হঠাৎ অসুস্থ বোধ করেন রিচা। মাঠেই তাঁর চিকিৎসা হয়। গলায়, ঘাড়ে তোয়ালে দিয়ে কিছু ক্ষণ তাঁকে বসিয়ে রাখেন দলের ফিজিয়ো। তার পরে তাঁকে নিয়ে উঠে যান তিনি। রিচার বদলে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন শেফালি বর্মা।
রিচার ঠিক কী হয়েছে সে বিষয়ে দলের তরফে এখনও কিছু বলা হয়নি। তবে যত দূর জানা গিয়েছে, সানস্ট্রোক হয়েছে তাঁর। বাংলার এই ক্রিকেটারকে নিয়ে বেশি ঝুঁকি নিতে চায়নি দল। চিকিৎসার পরে তিনি আবার খেলতে নামবেন কি না সে বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে কিছু জানানো হয়নি।