এক ম্যাচ চারটি ক্যাচ অবশ্য রিচার আগে ভারতের আরও দুই উইকেটরক্ষক নিয়েছেন। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অঞ্জু জৈন ও ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনঘা দেশপাণ্ডে এক ম্যাচে চারটি ক্যাচ নেন। তবে বিশ্বকাপে এই কৃতিত্ব একমাত্র রিচার রয়েছে।
বিরল রেকর্ড রিচার ফাইল চিত্র
মহেন্দ্র সিংহ ধোনিকে দেখেই তাঁর প্রথম উইকেটের পিছনে দাঁড়ানো। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এখন তিনি জাতীয় দলের উইকেটরক্ষক। বাংলার সেই রিচা ঘোষ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়লেন। প্রথম উইকেটরক্ষক হিসাবে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই পাঁচটি উইকেটের পিছনে অবদান থাকল তাঁর।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রিচা চারটি ক্যাচ ধরেন। পাকিস্তানের ব্যাটার সিদ্রা আমিন, বিসমা মারুফ, নিদা দার ও নাশরা সান্ধুর ক্যাচ ধরেন তিনি। এ ছাড়া আলিয়া রিয়াজকে দুরন্ত স্টাম্প আউট করেন তিনি। এই প্রথম বার কোনও মহিলা ক্রিকেটার বিশ্বকাপ অভিষেকে এই কীর্তি করলেন।
Richa Ghosh's 'Howzatt owzee ouzee ouzee owzaeeee' is going to be my goto when i don't want to speak more. Like just in the middle of the conversation when I am tired I will go 'Howzatt owzee ouzee ouzee owzaeeee ' at the same pitch.Beware. #INDvPAK pic.twitter.com/VoNr7RJ72i
— Asli BCCI Women (@AsliBCCIWomen) March 6, 2022
এক ম্যাচ চারটি ক্যাচ অবশ্য রিচার আগে ভারতের আরও দুই উইকেটরক্ষক নিয়েছেন। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অঞ্জু জৈন ও ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনঘা দেশপাণ্ডে এক ম্যাচে চারটি ক্যাচ নেন। তবে বিশ্বকাপে এই কৃতিত্ব একমাত্র রিচার রয়েছে।
গত মাসে ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজের সামনে একটি অনুষ্ঠানে ধোনির প্রসঙ্গ এনেছিলেন রিচা। তিনি বলেন, ‘‘যখন আমি ভারতের খেলা দেখা শুরু করি তখন থেকে ধোনির খেলা দেখছি। ওঁর বিধ্বংসী ব্যাটিং ও উইকেটের পিছনে ক্ষিপ্রতা দেখে আমার উইকেটরক্ষক হওয়ার স্বপ্ন দেখা শুরু। উনি আমার আদর্শ।’’ ধোনির আদর্শ ভক্তের মতোই অবশ্য বিশ্বকাপ অভিযান শুরু করলেন বাংলার মেয়ে রিচা।