India Vs West Indies

চহালের রেকর্ড ভাঙলেন কুলদীপ, টি-টোয়েন্টিতে কোন নজির গড়লেন ভারতের বাঁহাতি স্পিনার?

রেকর্ড গড়লেন কুলদীপ যাদব। ভেঙে দিলেন যুজবেন্দ্র চহালের রেকর্ড। সারা বিশ্বের মধ্যে কুলদীপ দ্বিতীয় স্থানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ১০:১৪
Kuldeep Yadav

কুলদীপ যাদব। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে কম ম্যাচ খেলে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন কুলদীপ যাদব। ভেঙে দিলেন যুজবেন্দ্র চহালের রেকর্ড। সারা বিশ্বের মধ্যে কুলদীপ দ্বিতীয় স্থানে। এই দুই বোলারের জুটি ‘কুল-চা’ নামে বিখ্যাত।

Advertisement

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত সাত উইকেটে জেতে। সেই ম্যাচে কুলদীপ চার ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট নেন। ৩০তম টি-টোয়েন্টি ম্যাচে ৫০টি উইকেট নিলেন তিনি। চহাল ৫০টি উইকেট নিয়েছিলেন ৩৪ ম্যাচে। ভারতীয়দের মধ্যে সব থেকে কম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড এত দিন চহালের ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন কুলদীপ।

বিশ্ব ক্রিকেটে কুলদীপ ২৮তম বোলার, যিনি ৫০টি উইকেটের মাইলফলক পার করলেন। এই ম্যাচে কুলদীপ আউট করেছেন ব্রেন্ডন কিং, জনসন চার্লস এবং নিকোলাস পুরানকে। যে সময় ওয়েস্ট ইন্ডিজ় বড় রান তুলবে বলে মনে হচ্ছিল, সেই সময়ই তিনটি উইকেট নেন কুলদীপ। চাপে ফেলে দেন ক্যারিবিয়ানদের। ১৫৯ রানে আটকে যায় তারা।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি কুলদীপ। আঙুলে চোট লেগেছিল তাঁর। তৃতীয় ম্যাচে দলে ফিরেই রেকর্ড গড়লেন তিনি। ১৫তম ওভারে দু’টি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন কুলদীপ।

ওয়েস্ট ইন্ডিজ়ের ১৫৯ রানের জবাবে ভারত সাত উইকেট হাতে নিয়েই ম্যাচ জিতে নেয়। সূর্যকুমার যাদব ৮৩ রান করেন। তিলক বর্মা করেন ৪৯ রান। তাঁদের দাপটেই ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজ়ে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছেন হার্দিক পাণ্ড্যেরা। আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে এই সিরিজ়ে।

আরও পড়ুন
Advertisement