যশপ্রীত বুমরা। ছবি: পিটিআই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখালেন যশপ্রীত বুমরা। পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। প্রথম দিনে নিয়েছিলেন চার উইকেট। দ্বিতীয় দিনে নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নেন বুমরা। সেই সঙ্গে ইনিংসে পাঁচ উইকেট হয়ে যায় তাঁর। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০তম উইকেট ছিল সেটি।
শনিবার সকালে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে আউট করেন বুমরা। রোহিত শর্মা না থাকায় নেতৃত্বের ভার তাঁর উপর। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। ১৫০ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যাওয়ার পরেও ৪৬ রানে লিড নেওয়ার মূল কারিগর বুমরাই। সেই সঙ্গে রেকর্ডও গড়লেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯৯টি উইকেট নেওয়া বোলার শুধু এ বারের প্রতিযোগিতাতেই নিলেন ৫০ উইকেট। তিনি ভারতের প্রথম পেসার, যিনি এই কীর্তি গড়লেন। এর আগে ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৭১) এবং রবীন্দ্র জাডেজা (৫১) একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০ উইকেট নেওয়ার মাইলফলক পার করেছিলেন। অশ্বিন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৫০টির বেশি উইকেট নিয়েছেন।
আরও একটি নজির গড়েছেন বুমরা। এই বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬১টি উইকেট নিয়েছেন তিনি। যা সর্বোচ্চ। ১৮টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তিনি ২৮ ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার স্পিনারকে টপকে গিয়েছেন বুমরা। এই বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও শীর্ষে ভারতীয় পেসার। ১০ ম্যাচে নিয়েছেন ৪৬টি উইকেট। পিছনে ফেলে দিয়েছেন ১০ ম্যাচে ৪৪ উইকেট নেওয়া জাডেজাকে।