শুভমন গিল। —ফাইল চিত্র।
ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কি না সেই নিয়ে চর্চা চলছিল। রোহিত শর্মা ম্যাচের আগের দিন বলেছিলেন যে, শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। শনিবার তিনিই জানালেন যে, পাকিস্তানের বিরুদ্ধে শুভমন খেলছেন।
বিশ্বকাপ শুরুর আগের দিন জানা যায় শুভমনের ডেঙ্গি হয়েছে। গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি ভারতীয় ওপেনার। তাঁর জায়গায় ওপেন করেন ঈশান কিশন। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেননি শুভমন। শনিবার দলে ফিরলেন তরুণ ওপেনার। বাদ পড়তে হল ঈশানকে।
শুভমনকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও এক দিনের পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। চেন্নাই থেকেই শুভমনকে আমদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে অনুশীলনও করেছিলেন তিনি। তখনই শুভমনের খেলার সম্ভাবনার কথা জানা যায়। রোহিত সাংবাদিক বৈঠকে শুক্রবার বলেও দিয়েছিলেন যে, শুভমনের খেলার সম্ভাবনাই বেশি।
শনিবারের ম্যাচে নেই রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ শামিও। আমদাবাদের পিচ পেস সহায়ক। সেখানে অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। খেলানো হচ্ছে শার্দূলকে। আফগানিস্তানের বিরুদ্ধে ভাল বোলিং করতে না পারলেও ভরসা রাখা হয়েছে মহম্মদ সিরাজের উপর। তাই শামিকে এই ম্যাচেও বাইরে বসতে হয়েছে।