ICC World Cup 2023

শাকিবের উরুতে চোট, সঙ্গে জ্বর, ভারতের বিরুদ্ধে কি খেলতে পারবেন বাংলাদেশের অধিনায়ক?

শুক্রবার বিশ্বকাপের ম্যাচে চোট পেয়েছেন দুই অধিনায়ক। শাকিব এবং উইলিয়ামসনকে হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করানো হয়েছে। শাকিবের চোট বাম উরুতে। উইলিয়ামসনের হাতের আঙুলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১২:৪৬
picture of Shakib Al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় শুক্রবার হাসপাতালে নিয়ে যেতে হয় বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানকে। ম্যাচের শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি তিনি। শুক্রবারের ম্যাচে বাম উরুতে চোট পেয়েছেন শাকিব। তা ছাড়া জ্বর নিয়েই খেলতে নেমেছিলেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে তাঁর খেলা অনিশ্চিত।

Advertisement

নিউ জ়িল্যান্ডের ইনিংসের ১৫ ওভারের পর মাঠ ছেড়েছিলেন শাকিব। ব্যাট করার সময় চেন্নাইয়ের গরমে তাঁর বাম পায়ের উরুর পেশিতে টান ধরে। তাই খুচরো রান নেওয়ার বদলে বড় শট খেলে রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। শুক্রবারই চেন্নাইয়ের এক হাসপাতালে শাকিবের উরুর স্ক্যান করানো হয়। বাংলাদেশ দল সূত্রে জানা গিয়েছে, শাকিবের চোট তেমন গুরুতর নয়। তবে দুই থেকে তিন দিন অনুশীলন করতে পারবেন না তিনি। তাঁকে নিয়ে বিশ্বকাপের মাঝে কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ।

মনে করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে পারবেন বাংলাদেশ অধিনায়ক। তবে তাঁর চোটের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর জ্বর নিয়ে অবশ্য চিন্তিত নয় বাংলাদেশ। শাকিব শেষ পর্যন্ত খেলতে না পারলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগেও অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন শাকিব। সে কারণে দু’টি প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি তিনি।

শুক্রবারের ম্যাচে চোট পেয়েছেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও। তাঁর আঙুল চোট লেগেছে। শুক্রবার তাঁরও স্ক্যান করানো হয়েছে। উইলিয়ামসনের চোটের জায়গায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। গত আইপিলের প্রথম ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। তার পর শুক্রবারই তিনি প্রথম প্রতিযোগিতা ম্যাচ খেলতে নেমেছিলেন।

Advertisement
আরও পড়ুন