R Ashwin

বিশ্বকাপে থাকবে না দিন-রাতের ম্যাচ? তেমনই দাবি অশ্বিনের! খেলার সময়ই বদলে ফেলার পরামর্শ

ভারতে বিশ্বকাপ নিয়ে আজব দাবি করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনার প্রস্তাব দিয়েছেন খেলার সময় বদল করা হোক। কিন্তু কেন এই রকম দাবি করেছেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১১:৪৭
এক দিনের ক্রিকেটে খেলার সময় নিয়ে সন্তুষ্ট নন অশ্বিন। খেলার সময় বদলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এক দিনের ক্রিকেটে খেলার সময় নিয়ে সন্তুষ্ট নন অশ্বিন। খেলার সময় বদলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। —ফাইল চিত্র

চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এক দিনের বিশ্বকাপ। সেই সময় সন্ধ্যার পর থেকে শিশির পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিশিরের প্রভাব কমাতে এক আজব দাবি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। খেলা শুরুর সময় আরও এগিয়ে আনতে বলেছেন তিনি।

এক দিনের খেলা সাধারণত দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হয়। খেলা শেষ হওয়ার সময় রাত ৯.৩০ মিনিট। অশ্বিন চান বেলা ১১.৩০ মিনিটে খেলা শুরু হোক। তা হলে সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ খেলা শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর শিশিরের প্রভাব পড়বে না।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো বার্তায় এই কথা বলেছেন অশ্বিন। তিনি টেনে এনেছেন ভারত-শ্রীলঙ্কা প্রথম এক দিনের ম্যাচের প্রসঙ্গ। অশ্বিন বলেছেন, ‘‘শিশির থাকলে দুটো দলের গুণগত পার্থক্য কমে যায়। শিশিরের সুবিধা পেয়ে অনেক সময় খারাপ দলও ম্যাচ জিততে পারে। গুয়াহাটিতে ভারত খুব ভাল ব্যাট করেছিল। ৩৭৩ রান করার পরেও মাত্র ৬৭ রানে জিতেছে তারা। তার এক মাত্র কারণ শিশির। সেটা হওয়া উচিত নয়।’’ তার পরেই বিশ্বকাপ নিয়ে পরামর্শ দিয়েছেন অশ্বিন। বলেছেন, ‘‘বিশ্বকাপেও এই সমস্যা দেখা যেতে পারে। তা হলে কেন বেলা ১১.৩০ মিনিট থেকে খেলা শুরু হবে না? এতে দু’দলেরই সুবিধা হবে।’’

তবে সেই সম্ভাবনা খুব কম। কারণ, বিশ্বকাপের সম্প্রচার। বেলা ১১.৩০ মিনিটে খেলা শুরু করতে চাইবে না সম্প্রচারকারী চ্যানেল। ভারতে দিন-রাতের খেলা শুরু হওয়ার আদর্শ সময় দুপুর ১.৩০ মিনিট। কিন্তু অশ্বিন মনে করেন, যখনই খেলা শুরু হোক না কেন, দর্শক দেখবেন। তিনি বলেছেন, ‘‘খেলার সময় আগে থেকে জানিয়ে দিলে বেলা ১১.৩০ মিনিটেও সবাই টেলিভিশন খুলে বসবে।’’

আইসিসির কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন অশ্বিন। ভারতীয় স্পিনার বলেছেন, ‘‘আইসিসি ভাল করে জানে, ভারতে যখন বিশ্বকাপ হবে তখন শিশিরের প্রভাব থাকবে। ওদের উচিত খেলা শুরুর সময় এগিয়ে আনা। তা হলে টসের গুরুত্ব থাকবে না। যে দল মাঠে ভাল খেলবে সেই দল জিতবে। শুধু শিশিরের জন্য কোনও অঘটন ঘটবে না।’’

Advertisement
আরও পড়ুন