Border-Gavaskar Trophy 2024-25

পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরছেন কোচ গম্ভীর, দ্বিতীয় টেস্টের আগে উদ্বিগ্ন ভারতীয় শিবির

দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না ভারতীয় কোচ। তিনি দেশে ফিরছেন। পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে তাঁকে। দ্বিতীয় টেস্টের আগে তিনি আবার অস্ট্রেলিয়া যেতে পারবেন কি না এখনও জানা যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১০:০৮
Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া ছাড়ছেন গৌতম গম্ভীর। অনুশীলন ম্যাচ খেলতে ভারতীয় দল ক্যানবেরা যাবে। কিন্তু দলের সঙ্গে যাবেন না ভারতীয় কোচ। তিনি দেশে ফিরছেন। একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, পারিবারিক কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে। দ্বিতীয় টেস্টের আগে তিনি আবার অস্ট্রেলিয়া যেতে পারবেন কি না এখনও জানা যায়নি।

Advertisement

সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রথম টেস্ট জিতে নিয়েছে পার্‌থে। ২৯৫ রানে জিতেছে ভারত। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে হবে সেই ম্যাচ। তার আগে ক্যানবেরায় অনুশীলন ম্যাচ খেলবে ভারত। বুধবার সেখানে যাবে দল। শনিবার থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। কিন্তু দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না গম্ভীর। তিনি দেশে ফিরে আসছেন।

দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সেখানে গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে পার্‌থে সাজঘরেও দেখা গিয়েছে। তিনি না থাকায় লোকেশ রাহুল ওপেন করেছিলেন। সঙ্গে ছিলেন যশস্বী জয়সওয়াল। মনে করা হচ্ছে রোহিত ফেরায় রাহুল আবার মিডল অর্ডারে ফিরবেন। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন শুভমন গিলও। তিন নম্বরে তাঁর জায়গায় খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কল। তাঁকে পরের টেস্টে বসতে হতে পারে।

প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ১৫০ রান অল আউট হয়ে গিয়েছিল ভারত। তার পরেও বুমরাদের দাপটে ৪৬ রানে লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে যশস্বী এবং বিরাট কোহলির শতরানে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্য রাখে তারা। যা তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ২৯৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা অধিনায়ক বুমরা।

আরও পড়ুন
Advertisement