‘অ্যারো ইন্ডিয়া শো’। ফাইল চিত্র।
‘অ্যারো ইন্ডিয়া শো ২০২৫’ শুরু হতে চলেছে বেঙ্গালুরুতে। আগামী মাসে এই শো অনুষ্ঠিত হবে। ১০-১৪ ফেব্রুয়ারি, এই চার দিন ধরে ইয়েলাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে এই শো চলবে। আর তাই এই বায়ুসেনা ঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে কোনও মাংসের দোকান, আমিষ হোটেল বা রেস্তরাঁ খুলে রাখা যাবে না বলে নির্দেশ জারি করল বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)।
বিবিএমপি জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি থেকেই এই নির্দেশ বলবৎ হতে চলেছে। বহাল থাকবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এক বিবৃতি দিয়ে বিবিএমপি জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অ্যারো ইন্ডিয়া শো ২০২৫’। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আমজনতা এবং মাংসের ব্যবসায়ী, আমিষ হোটেল এবং রেস্তরাঁর মালিকদের জানানো হচ্ছে যে, তাঁরা যেন বিবিএমপির উল্লিখিত সময়সীমা মেনে দোকান বন্ধ রাখেন। কেউ যদি এই নির্দেশ অমান্য করেন তা হলে তাঁর বিরুদ্ধে বিবিএমপি অ্যাক্ট ২০২০ এবং এয়ারক্রাফ্ট রুলস ১৯৩৭ অনুয়ায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তাঁর ব্যাখ্যাও দিয়েছে বিবিএমপি। তাদের ব্যাখ্যা, বায়ুসেনা ঘাঁটির আশপাশে এই সব দোকান থাকলে রাস্তায় পড়ে থাকা সেই খাবারের লোভে চিল বা কাক আসতে পারে। আর তাতে বিমান মহড়ায় সমস্যা হতে পারে। এমনকি মাঝ আকাশে বিমান দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। তাই ওই মহড়া চলাকালীন আমিষ খাবারের কোনও দোকান বা রেস্তরাঁ খোলা রাখা যাবে না।
মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। এ বার এই প্রদর্শনী পঞ্চদশতম পর্বে পড়ল।