India Vs West Indies Test

রোহিতদের ব্যাট ছাপিয়ে গেল ইংরেজদের ‘বাজ়বল’, টেস্ট ক্রিকেটে নতুন নজির ভারতের

প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়ল ভারতীয় দল। ভেঙে গেল অস্ট্রেলিয়ার ২০১৭ সালের রেকর্ড। দ্রুততম টেস্ট ইনিংসের কীর্তি এখন ভারতের দখলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৬:১২
picture of Rohit Sharma

রোহিত শর্মা। ছবি: আইসিসি।

ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার পর থেকে আগ্রাসী ক্রিকেট খেলছেন বেন স্টোকসেরা। সাদা বলের ক্রিকেটের মেজাজে ব্যাট করছেন। বোলিং, ফিল্ডিংয়ের সময়ও তাঁরা প্রতিপক্ষকে সুযোগ দিচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রোহিত শর্মাদের দাপট ইংল্যান্ডের সেই ‘বাজ়বল’ (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যেহেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) ক্রিকেটকেও ছাপিয়ে গেল। টেস্ট ক্রিকেটে তৈরি হল নতুন নজির।

বৃষ্টির জন্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ দিনের খেলা একাধিক বার বন্ধ রাখতে হয়েছে রবিবার। দ্বিতীয় ইনিংসে তাই দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেন রোহিতেরা। পোর্ট অফ স্পেনের ২২ গজে প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করেছেন তাঁরা। যশস্বী জয়সওয়াল করেছেন ৩০ বলে ৩৮ রান। চারটি বাউন্ডারি এবং একটি ছয় মেরেছেন তিনি। অধিনায়ক রোহিতের ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৫৭ রানের ইনিংস। তিনি মারেন পাঁচটি চার এবং তিনটি ছয়। তুলনায় কিছুটা ধরে খেলেন তিন নম্বরে নামা শুভমন গিল। তিনি ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। একটি বাউন্ডারি মারেন তিনি। চার নম্বরে নেমে ঈশান কিশনও আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন। তিনি ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন। ঈশানের ব্যাট থেকে এসেছে চারটি চার এবং দু’টি ছয়। সব মিলিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ১৮১ রান তুলেছে। অর্থাৎ, রবিবার ওভার প্রতি ৭.৫৪ রান তুলেছেন ভারতীয় ব্যাটারেরা। তাতেই হয়েছে নতুন রেকর্ড।

Advertisement

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনও ওভার প্রতি এত বেশি রান তুলতে পারেনি। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। অন্তত ১০০ রান হয়েছে এমন টেস্ট ইনিংসগুলির বিচারে রবিবার ভারতের ইনিংসই দ্রুততম। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২ উইকেটে ২৪১ রান করেছিল। সেই ইনিংসে অসি ব্যাটারেরা ওভার প্রতি ৭.৫৩ রান তুলেছিলেন। ওভার প্রতি রান তোলার হিসাবে এত দিন সেটাই ছিল টেস্টের দ্রুততম ইনিংস। রবিবার রোহিতদের ব্যাটে তৈরি হল নতুন রেকর্ড। যাতে অবদান রইল রোহিত-সহ তিন তরুণ তুর্কির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement