Yashasvi Jaiswal

নতুন সম্পর্কে জড়িয়েছেন যশস্বী? আইপিএলের মাঝে ব্যাটারের পোস্টে ‘বন্ধন’, বিদেশি তরুণীকে ঘিরে জল্পনা

কয়েক দিন আগে এক বিদেশি তরণীর সঙ্গে ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন যশস্বী জয়সওয়াল। বেশ কিছু দিন ধরে যাঁকে দেখা যাচ্ছে ভারতীয় ওপেনারের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৬:২৩
picture of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

নতুন সম্পর্কে জড়িয়েছেন যশস্বী জয়সওয়াল? আইপিএলের মাঝে সমাজমাধ্যমে বাঁহাতি ব্যাটারের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সেই পোস্টে যশস্বীকে দেখা যাচ্ছে ম্যাডি হ্যামিল্টন নামে এক মহিলাকে।

Advertisement

সম্প্রতি যশস্বীর পোস্ট করা ছবি ভাইরাল হয়েছে। ভারতের ওপেনিং ব্যাটার, হ্যামিল্টন ছাড়াও সেই ছবিতে রয়েছেন তাঁদের আর এক বন্ধু। ছবির সঙ্গে যশস্বী যা লিখেছেন তার অর্থ হল, ‘‘সময় চলে যেতে পারে। কিন্তু বন্ধন কখনও আলগা হয় না। এই ধরনের মুহূর্তগুলির জন্য কৃতজ্ঞ।’’ যশস্বীর লেখা ‘বন্ধন’ শব্দের জন্যই ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি।

যুক্তরাজ্যের বাসিন্দা হ্যামিল্টনকে আগেও যশস্বীর সঙ্গে দেখা গিয়েছে। বিভিন্ন ম্যাচে তাঁকে গ্যালারিতে দেখা যায়। দর্শকাসন থেকে উৎসাহ দেন যশস্বীকে। হ্যামিল্টন এখনও পড়াশোনা করছেন। প্রায় তিন বছর তাঁদের বন্ধুত্ব। সেই বন্ধুত্বই ক্রমে প্রণয়ের সম্পর্কে পরিণত হয়ে বলে মনে করা হচ্ছে। যদিও যশস্বী বা হ্যামিল্টন কেউই এ ব্যাপারে মুখ খোলেননি কখনও।

আপাতত রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছে যশস্বী। প্রথম তিনটি ম্যাচে তেমন রান পাননি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ রান করলেও ব্যর্থ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন