IPL 2025

সাংবাদিক সম্মেলনে বেজে উঠল সাংবাদিকের মোবাইল! ফোন তুলে কী করলেন লখনউ কোচ ল্যাঙ্গার

জাস্টিন ল্যাঙ্গারের আশা, ময়ঙ্ক যাদব দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন। তাতে লখনউ সুপার জায়ান্টসের শক্তি বৃদ্ধি পাবে। আবেশ খান, আকাশ দীপদের মাঠে ফিরিয়ে দেওয়ায় এনসিএর প্রশংসাও করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৫:১০
Picture of Justin Langer

জাস্টিন ল্যাঙ্গার। ছবি: আইপিএল।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর লখনউ সুপার জায়ান্টসের পক্ষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচ নিয়ে কথা বলার সময় সামনের টেবিলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। হাসিমুখেই ফোন ধরে কথা বলেন লখনউ কোচ।

Advertisement

শুক্রবার হার্দিক পাণ্ড্যর দলের বিরুদ্ধে ১২ রানে জয় স্বস্তি ফিরিয়েছে লখনউ শিবিরে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সেই স্বস্তির ছাপ ছিল লখনউ কোচ ল্যাঙ্গারের মুখেও। হালকা মেজাজে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সে সময় হঠাৎ সামনের টেবলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। ল্যাঙ্গারের কথা রেকর্ড করার জন্য টেবিলে মোবাইল ফোনটি রেখেছিলেন এক সাংবাদিক। ফোন বাজায় কথা থামিয়ে ফোনটি তুলে সামনে বসে থাকা সাংবাদিকদের দেখান ল্যাঙ্গার। মোবাইলটির মালিক লখনউ কোচকে জানান, তাঁর মা ফোন করেছেন। ল্যাঙ্গার তাঁকে কথা বলে নিতে বলেন। কিন্তু লখনউ কোচ ছিলেন ফুরফুরে মেজাজে।পরে নিজেই হাসতে হাসতে ফোন ধরে কথা বলে নেন তাঁর মায়ের সঙ্গে। সেই সাংবাদিকের মায়ের উদ্বেগ নিরসন করে ল্যাঙ্গার বলেন, ‘‘মা এখন ১২টা বেজে ৮ মিনিট। আমি সাংবাদিক বৈঠকে আছি।’’ ফোন রেখে আবার খেলার আলোচনায় ফিরে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

দলের জয়েও খুশি ল্যাঙ্গার। তাঁর দাবি ময়ঙ্ক যাদব দলের সঙ্গে যোগ দিলে তাঁদের শক্তি অনেকটা বৃদ্ধি পাবে। ল্যাঙ্গার বলেছেন, ‘‘ময়ঙ্ক এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছে। মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। বৃহস্পতিবার ওর বল করার ভিডিয়ো দেখেছি। ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষমতা ফিরে পেয়েছে। ময়ঙ্কের উঠে আসা ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক। আইপিএলের জন্যও। গত বছর সবাই দেখেছে ও কী করতে পারে। আমার মনে হয় না ভারতের কোনও বোলার ময়ঙ্কের থেকে জোরে বল করে। সে জন্যই তো ওকে নিয়ে এত কথা হচ্ছে।’’

তরুণ জোরে বোলার দ্রুত লখনউ শিবিরে যোগ দিতে পারবেন বলে মনে করেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ‘‘এনসিএতে বেশ ভাল বল করছে ময়ঙ্ক। আমাদের হয়তো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এনসিএ দুর্দান্ত কাজ করছে। আবেশ খানকে ফিরিয়ে দিয়েছে। তার পর আকাশ দীপকেও ফিরিয়ে দিয়েছে। আশা করছি, ময়ঙ্কও খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগ দিতে পারবে।’’

Advertisement
আরও পড়ুন