যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
সিরিজ়ের শুরুটা ভাল হয়েছিল যশস্বী জয়সওয়ালের। পার্থে প্রথম টেস্টে শতরান করে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু সিরিজ়ের বাকি ইনিংসগুলিতে তেমন রান পাননি তিনি। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু চতুর্থ টেস্ট। তার আগে যশস্বীকে দেখা গেল, তিনটি আলাদা নেটে আলাদা সময়ে ব্যাট করলেন তিনি। কেন এমনটা করলেন যশস্বী?
ভারতীয় ব্যাটারের এই ধরনের প্রস্তুতির কারণ, অস্ট্রেলিয়ার বাঁহাতি ও ডানহাতি পেসারেরা। বিশেষ করে মিচেল স্টার্ক। পাঁচটি ইনিংসের মধ্যে তিন বার স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী। তার মধ্যে দু’বার শূন্য রানে। এক বার ৪ রানে। সেই কারণে অতিরিক্ত সতর্ক তিনি।
মেলবোর্নে দেখা যায়, প্রথমে একটি নেটে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন যশস্বী। তখন মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরারা তাঁকে বল করেন। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে বেশি নজর দিতে দেখা যায় যশস্বীকে। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তিনি। তার পরে নেট থেকে বেরিয়ে পাশের একটি চেয়ারে বসে থাকেন।
ভারতীয় দলের অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরেও নেট ছাড়েননি যশস্বী। বাকি সকলে ফিরে গেলেও তিনি ব্যাট করেন। এ বার পাশের একটি নেটে ঢোকেন যশস্বী। সেখানে বাঁহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। তাঁকে প্যাড লক্ষ্য করে বল করতে বলেন যশস্বী। কারণ, স্টার্কের ফুল লেংথের বলেই তিন বার আউট হয়েছেন যশস্বী। সেই লেংথে যাতে পরের টেস্টে সমস্যা না হয়, তারই প্রস্তুতি সেরেছেন তিনি। ব্রিসবেনে যে ফ্লিক শট খেলে তিনি আউট হয়েছিলেন সেই শটও বার বার মারতে দেখা যায় তাঁকে। আবার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট না লাগানোর দিকে মন দেন ভারতীয় ব্যাটার।
বাঁহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের সামনে বেশ কিছু ক্ষণ ব্যাট করার পরে তার পাশের আরও একটি নেটে যান যশস্বী। সেখানে গিয়ে ডানহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের সামনে ব্যাট করেন যশস্বী। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে স্টার্ক ছাড়াও প্যাট কামিন্স ও স্কট বোলান্ড রয়েছেন। তাঁদেরও সামলাতে হবে। তারই প্রস্তুতিতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। বাকিদের থেকে তিন গুণ সময় নেটে কাটিয়ে ফেরেন যশস্বী।
পার্থে প্রথম টেস্টে স্টার্কের বলে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছিলেন তিনি। স্টার্কের একটি বল ফ্লিক করে ছক্কা মেরেছিলেন তিনি। তার পরে মজা করে স্টার্ককে জানিয়েছিলেন, তাঁর বল খুব ধীর গতিতে হচ্ছে। স্টার্ক পরে জানিয়েছিলেন, যশস্বীর কথা বুঝতে পারেননি তিনি। পরের টেস্টের প্রথম ইনিংসে যশস্বীকে শূন্য রানে আউট করে স্টার্ক বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর মজার জবাব দিয়েছেন তিনি।
স্টার্কের বলে ব্রিসবেনে যশস্বী যে ভাবে আউট হয়েছিলেন তা মেনে নিতে পারেননি সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “এটা কোনও শট হল! প্রতিপক্ষ ৪৪৫ রান করেছে। ওপেন করতে নেমে কয়েকটা বল তো ওর খেলা উচিত ছিল। যে বলটা ও ফ্লিক করার চেষ্টা করেছে সেটা ওই লেংথের বলই ছিল না। বাচ্চাদের মতো শট খেলে যশস্বী আউট হয়েছে। ওকে আরও পরিণত হতে হবে।” মেলবোর্নে যশস্বীর অনুশীলন থেকে পরিষ্কার, স্টার্ক-সহ অস্ট্রেলিয়ার পেসারদের গুরুত্ব দিচ্ছেন তিনি। যাতে আগামী দুই টেস্টে তাঁদের বল খেলতে তাঁর সমস্যা না হয়, সেই প্রস্তুতিই সারছেন তিনি।