শুভমন গিলের শট দেখে অবাক বিরাট কোহলি। ছবি: এক্স।
ওয়াংখেড়েতে তখন ১৬তম ওভার চলছে। শুরুতে ব্যাট করছিলেন বিরাট কোহলি। প্রথম বলটি স্ট্রেট ড্রাইভে চার মেরেছিলেন। তৃতীয় বলে স্ট্রাইক রোটেট করেন। শুভমন গিল ব্যাট করতে আসেন। এসেই সপাটে শর্ট কভারে একটি কাট মারেন তিনি। সেই শটে এতটাই জোর ছিল যে, চমকে ওঠেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বিরাটও।
১৬তম ওভারে বল করছিলেন দিলশান মদুশঙ্ক। তাঁকেই বিরাট প্রথমে চার মারেন প্রথম বলে। চতুর্থ বলে তাঁকে চার মারেন শুভমন। একই ওভারে দুই ব্যাটারের চার। শুভমনের শট দেখে বিরাট প্রথমে অবাক হয়ে যান। চমকে উঠতে দেখা যায় তাঁকে। অবিশ্বাস নিয়ে তাকিয়ে ছিলেন বলের দিকে। তার পরেই বিরাটের মুখে প্রশংসাসূচক হাসি দেখা যায় শুভমনের জন্য।
বৃহস্পতিবার ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচে দ্বিতীয় বলেই আউট হয়ে যান রোহিত শর্মা। সেখান থেকে শুভমন এবং বিরাট জুটি গড়েন। দু’জনেই অর্ধশতরান করে ফেলেছেন। তাঁদের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছে ভারত। বিরাট ৫০ রান পূর্ণ করেন ৫০ বলে। শুভমন অর্ধশতরান করেন ৫৫ বলে। বিরাট ফর্মে রয়েছেন। এ বারের বিশ্বকাপে শতরান করেছেন একটি। ৯৫ রানের ইনিংসও আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও বড় রান করার মুখে বিরাট। ভারতীয় ক্রিকেটে বিরাটকে ‘রাজা’ বলা হয়। তিনি যে ভাবে বোলারদের উপর শাসন করেন, সেটার জন্যই তাঁকে এই নাম দেওয়া হয়েছে। আগামী দিনে শুভমন সেই জায়গা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই তাঁকে ‘রাজপুত্র’ বলা হচ্ছে।
শুভমন এ বারের বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি ডেঙ্গি হওয়ার কারণে। পাকিস্তানের বিরুদ্ধে দলে ফেরেন তিনি। নিয়মিত খেলছেন রোহিতের সঙ্গে। তাঁর ব্যাটেই আগামী দিনের স্বপ্ন দেখছে ভারত।