ICC

ICC: ভারতে ক্রিকেটের তিন বড় প্রতিযোগিতা, জানিয়ে দিল আইসিসি, দেখে নিন কবে

২০২৮ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা। পরের বছর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৭:৪১
২০৩১ সালে বিশ্বকাপ হবে ভারতে।

২০৩১ সালে বিশ্বকাপ হবে ভারতে। —ফাইল চিত্র

২০২৪ সাল থেকে ২০৩১ অবধি আইসিসি প্রতিযোগিতা কোথায়, কোথায় হবে জানাল তারা। সেই আট বছরের মধ্যে আইসিসি-র তিনটি বড় প্রতিযোগিতার আয়োজক ভারত। সেই আটটি প্রতিযোগিতা কোন দেশে হবে তা মঙ্গলবার জানিয়েছে আইসিসি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। পরের বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেটি হবে পাকিস্তানে। ২০২৬ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা মিলিত ভাবে আয়োজন করবে এই প্রতিযোগিতা। ২০২৭ সালে হবে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়ের মাঠে।

২০২৮ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা। পরের বছর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতে হবে সেই প্রতিযোগিতা। ২০৩০ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে হবে সেই প্রতিযোগিতা।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০৩১ সালে এক দিনের বিশ্বকাপ হবে ভারতে। বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে সেই প্রতিযোগিতা আয়োজন করবে ভারত।

২০২৪ সাল থেকে আট বছরের মধ্যে আটটি প্রতিযোগিতা আয়োজন করবে আইসিসি। তার মধ্যে তিনটি হবে ভারতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement