R Ashwin

India tour of South Africa: শার্দূলের চমকের অপেক্ষায় অশ্বিন

সম্প্রতি ইনস্টাগ্রাম রিলসে নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়ে অশ্বিন ও শার্দূলের। অশ্বিন একটি ভিডিয়ো তুলে ধরেন ওয়াশিংটনের সঙ্গে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ০৬:০০

ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছিলেন শার্দূল ঠাকুর। গ্যাবায় ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি গড়ার সুবাদে টেস্ট জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর ব্যাট থেকে ঝোড়ো ইনিংস দেখতে চান অশ্বিন।

এ দিন ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় গণমাধ্যমে। যেখানে দেখা যায়, জোহানেসবার্গের রিসর্টে একটি পুকুরের ধারে বসে গল্প করছেন শার্দূল ও অশ্বিন। যেখানে শুরুতেই অশ্বিনকে দেখে শার্দূল বলেন, ‘‘বিশ্বের এক নম্বর স্পিনারকে স্বাগত আমার ভিডিয়োয়। এই রিসর্টের চারপাশটা খুবই সুন্দর। পুকুরের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে হাঁটছি আমরা।’’ অশ্বিন বলে ওঠেন, ‘‘তোমার ভিডিয়োয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি রিসর্টে আমরা রয়েছি। সকালের দিকে পুজারা আমাকে ডেটে নিয়ে গিয়েছিল পুকুরের ধারে একটি জায়গায়। বেশ কিছু ছবি তুলেছি আমরা। খুব উপভোগ করলাম সময়টা।’’ শার্দূলকে এর পরে অশ্বিনের প্রশ্ন, ‘‘তুমি কতটা উপভোগ করছ এই সফর?’’ শার্দূলের উত্তর, ‘‘খুবই সুন্দর পরিবেশ। সেঞ্চুরিয়নেই আমার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। ওয়ান ডে খেলতে নেমে চার উইকেট পেয়েছিলাম।’’

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রাম রিলসে নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়ে অশ্বিন ও শার্দূলের। অশ্বিন একটি ভিডিয়ো তুলে ধরেন ওয়াশিংটনের সঙ্গে। অন্যটায় ছিলেন হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদব। অন্য দিকে শ্রেয়স আয়ার ও রোহিত শর্মার সঙ্গে শার্দূলের নাচের ভিডিয়ো নিয়েও হইচই হয়। অশ্বিন বলেন, ‘‘তোমার, রোহিত ও শ্রেয়সের ভিডিয়ো দেখার পরেই ওয়াশিংটনের সঙ্গে আমার ভিডিয়ো তুলে ধরার সাহস পাই।’’ নাচের কথা থামিয়ে এ বার ক্রিকেটীয় আলোচনায় ফেরেন দুই তারকা। শার্দূলের কাছে অশ্বিন জানতে চান, ‘‘তোমার ক্রিকেট দেখে আমি সত্যি বিস্মিত। যখনই বল করতে আসো, সমর্থকেরা আশা করেন অন্তত দু’টি উইকেট নেবে শার্দূল। তুমি ব্যাট অথবা বল করতে আসা মানেই ম্যাচ জমে যাবে। এটা কী করে হয়?’’ শার্দূলের জবাব, ‘‘আমি সব সময়ই পরিকল্পনা অনুযায়ী খেলতে পছন্দ করি। ব্যাটিং হোক অথবা বোলিং। অন্যদের ভিডিয়ো দেখে তৈরি হওয়ার চেষ্টা করি। মাঠে নামার পরে পুরোটাই আত্মবিশ্বাস ও নিজের দক্ষতার উপরে বিশ্বাস রাখি। যখন মনে করি ইয়র্কার মারব, তখন ওটার উপরেই মনোনিবেশ করি।’’ যোগ করেন, ‘‘আমার তাদেরই পছন্দ, যারা দলকে জেতানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায়।’’ অশ্বিন বলেন, ‘‘শার্দূল কিন্তু মেডেন ওভার বল করতে খুব ভালবাসে। সম্প্রতি একটি মেডেন ওভার করেছে মাঠের বাইরেও। দক্ষিণ আফ্রিকায় আসার আগেই আংটি বদল হল শার্দূলের। যা দেখে দলের প্রত্যেকে খুশি।’’ শার্দূল নিজেও বলে দিলেন, ‘‘মাঠের মতোই মাঠের বাইরের ইনিংসও গুরুত্বপূর্ণ। বহু দিন ধরেই ভাবছিলাম বান্ধবীর সঙ্গে আংটি বদল অনুষ্ঠানটি সেরে ফেলব। কিন্তু কঠিন ক্রীড়াসূচির মধ্যে সময়ই পাচ্ছিলাম না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে কয়েক দিনের জন্য আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তখনই সেরে ফেলি বিশেষ ওই অনুষ্ঠান।’’

অশ্বিন গত বারের দক্ষিণ আফ্রিকা সফরের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা সিরিজ় মানেই টানটান উত্তেজনা। শেষ বার আমরা ভাল খেলেও সিরিজ় হেরে গিয়েছিলাম। কেন জান? আমাদের দলে একজন ছিল না, যে সহজেই হুক ও পুল শট নিতে পারে। খাটো লেংথের বলকে মাঠের বাইরে পাঠাতে পারে। ইংল্যান্ডে তুমি এ রকম ইনিংস খেলে দেখিয়েছ। অস্ট্রেলিয়াতেও তোমার ব্যাটে ঝড় দেখতে পেয়েছি। এ বার দক্ষিণ আফ্রিকাতেও সে রকম একটি ইনিংস দেখতে চাই।’’

Advertisement
আরও পড়ুন