জিম্বাবোয়ের উইকেট পতনের পরে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: টুইটার
১০ উইকেটে জিম্বাবোয়েকে হারাল ভারত। ধবন ৮১ ও শুভমন ৮২ রান করে অপরাজিত থাকলেন।
শিখর ধবন ৫৫ ও শুভমন গিল ৩৫ রান করে ব্যাট করছেন। জয়ের জন্য প্রয়োজন আর ৮৫ রান।
৭৬ বলে অর্ধশতরান করলেন ধবন। এক দিনের ক্রিকেটে নিজের ৩৮তম অর্ধশতরান করলেন তিনি।
ধবন ৩৮ ও গিল ২৬ রান করে খেলছেন। জয়ের জন্য দরকার আর ১১১ রান।
১০ ওভার শেষে ভারতের রান ৪৩। দুই ওপেনার ক্রিজে রয়েছেন।
ধরে খেলছেন ভারতীয় ব্যাটাররা। ৫ ওভারে দলের রান বিনা উইকেটে ২৬।
ভারতের হয়ে ওপেন করতে নামলেন শিখর ধবন ও শুভমন গিল। ২ ওভার শেষে দলের রান বিনা উইকেটে ১৪।
১৮৯ রানে শেষ জিম্বাবোয়ে। জয়ের জন্য ৫০ ওভারে প্রয়োজন মাত্র ১৯০ রান।
জংউইকে আউট করলেন অক্ষর। জিম্বাবোয়ের অষ্টম উইকেট পড়ল।
৩৫ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন চাকাভা।
প্রসিদ্ধ কৃষ্ণর বলে ১১ রান করে আউট বার্ল। ষষ্ঠ উইকেট পড়ল জিম্বাবোয়ের।
জিম্বাবোয়ের ছন্দে থাকা ক্রিকেটার সিকন্দর রাজা আউট। ১২ রানের মাথায় তাঁকে সাজঘরে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণ।
১৩তম ওভারে ৫০ রান পূর্ণ হল জিম্বাবোয়ের।
নিজের তৃতীয় উইকেট নিলেন দীপক চাহার। এ বার তাঁর শিকার ওয়েসলি মাধেভেরে। ৩১ রানে চতুর্থ উইকেট পড়ল জিম্বাবোয়ের।
শন উইলিয়ামসকে আউট করলেন মহম্মদ সিরাজ। চাপে জিম্বাবোয়ে।
পর পর দু’ওভারে উইকেট নিলেন দীপক চাহার। এ বার তাঁর শিকার মারুমানি। জিম্বাবোয়ের দুই ওপেনার সাজঘরে ফিরলেন।
ইনোসেন্ট কাইয়াকে ফেরালেন চাহার। ২৫ রানে জিম্বাবোয়ের প্রথম উইকেট পড়ল।
ভারতের বিরুদ্ধে ধীরে খেলা শুরু করেছেন জিম্বাবোয়ের দুই ওপেনার কাইয়া ও মারুমানি। পাঁচ ওভার শেষে দলের রান বিনা উইকেটে ২২।
খেলা শুরুর আগে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন আম্পায়ার রুডি কোয়ের্তজেনকে স্মরণ করলেন দু’দলের ক্রিকেটাররা।
চোটের কারণে গত আইপিএলে খেলেননি। ভারতীয় দলেও দীর্ঘ দিন দেখা যায়নি পেসার দীপক চাহারকে। চোট সারিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছেন তিনি।