রোহিত শর্মা। —ফাইল চিত্র।
আর পাঁচ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের শতবর্ষ হবে। ১৯২৮ সালে প্রথম টেস্ট খেলা ওয়েস্ট ইন্ডিজ যে এখন আবার দুধের শিশু হয়ে গিয়েছে, বুঝিয়ে দিলেন রোহিত শর্মা। এই ওয়েস্ট ইন্ডিজ দল যে কতটা দুর্বল, ফুটে উঠল তাঁর কথায়। প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংসে হারিয়ে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, এই টেস্টে এক বারই ব্যাট করার পরিকল্পনা ছিল তাঁদের।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সহজ জয় পেয়ে খুশি রোহিত। সন্তুষ্ট দলের ব্যাটিং নিয়ে। রোহিত বলেছেন, ‘‘পরের দিকে এখানে ব্যাট করা সহজ নয়। এটা আগে থেকে জানতাম আমরা। তাই এক বার এবং দীর্ঘ সময় ব্যাট করার পরিকল্পনা ছিল আমাদের। একটা ইনিংসে যথেষ্ট রান তুলে নেওয়ার পরিকল্পনা ছিল। ৪০০ রানের বেশি তুলতে পেরেছি আমরা। এমনই চেয়েছিলাম।’’
যদিও নিজের বা যশস্বী জয়সওয়ালের শতরানের থেকে বেশি কৃতিত্ব দিয়েছেন বোলারদের। রোহিত বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট করতে পেরেছি আমরা। সেটাই আমাদের কাজ সহজ করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও বোলারেরা দারুণ বল করেছে।’’
যশস্বীকে নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি ভারতীয় দলের অধিনায়ক। তরুণ ওপেনারের মানসিকতা মুগ্ধ করেছে তাঁকে। ডমিনিকার ২২ গজে কাছ থেকে যশস্বীকে জরিপ করেছেন রোহিত। এক সঙ্গে ইনিংস শুরু করতে নেমে ২২৯ রানের জুটি তৈরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিজে শতরান করলেও রোহিতের মুখে যশস্বীর কথা। রোহিত বলেছেন, ‘‘যশস্বী দারুণ প্রতিভা। আগেই সবাইকে দেখিয়ে দিয়েছিল, টেস্ট খেলার জন্য প্রস্তুত। প্রথম ম্যাচেই দারুণ ব্যাট করল। ঠিক যেমন দরকার ছিল। এই পর্যায়ের ক্রিকেটে আসল হচ্ছে মানসিকতা। সেটা ওর খেলা দেখেই বোঝা গিয়েছে। যশস্বী ইনিংসের কোনও সময় ভয় পায়নি। কঠিন বলের বিরুদ্ধেও স্বাভাবিক ক্রিকেট খেলেছে।’’ এক সঙ্গে ব্যাট করার সময় তরুণ সতীর্থের সঙ্গে কী কথা হচ্ছিল? পরামর্শ দিয়েছেন? রোহিত বলেছেন, ‘‘তেমন কিছুই নয়। শুধু বলেছিলাম, তুমি এখানে এসেছ অনেক কঠিন রাস্তা অতিক্রম করে। সময়টা উপভোগ করার চেষ্টা কর।’’
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছেন রোহিতেরা। দ্বিতীয় টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হলেও সিরিজ় জিতবে ভারত। তিন দিনে প্রথম টেস্ট জিতে স্বভাবতই খুশি রোহিত।